জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ সংগঠন হিসেবে পুরস্কার পেল মমতা

| সোমবার , ১২ জুলাই, ২০২১ at ১১:৩৫ পূর্বাহ্ণ

‘অধিকার ও পছন্দই মূল কথা : প্রজনন স্বাস্থ্য অধিকার প্রাধান্য পেলে কাঙ্খিত জন্মহারে সমাধান মেলে’ এই প্রতিপাদ্যে অনুষ্ঠিত বিশ্ব জনসংখ্যা দিবস ২০২১ অনুষ্ঠিত হয়। গতকাল রোববার মন্ত্রী (স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়) জাহিদ মালেক এমপি’র উপস্থিতিতে এক ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে জাতীয় পর্যায়ের ২টি ক্যাটাগরিতে (ক্লিনিক ও সিবিডি) ‘শ্রেষ্ঠ বেসরকারি সংস্থা’ হিসেবে মমতাকে পুরস্কার প্রদান করা হয়। এতে উপস্থিত থেকে প্রতীকী পুরস্কার গ্রহণ করেন মমতার প্রধান নির্বাহী রফিক আহমদ।
তিনি এ গৌরবোজ্জ্বল মুহূর্তে মমতার সর্বস্তরের কর্মকর্তা ও কর্মীদের বিশেষত কনসাল্ট্যান্ট, মেডিকেল অফিসার,প্যারামেডিক, নার্স, সুপারভাইজারসহ শুভাকাঙ্খীদের ধন্যবাদ জানান। মমতার প্রধান নির্বাহী রফিক আহমদ আরো বলেন, মমতা ১৯৮৩ সাল থেকে মা ও শিশু স্বাস্থ্যসেবা, আর্থ-সামাজিক উন্নয়ন, নারী ও শিশু অধিকার রক্ষায় কাজ করা সহ সমাজের সার্বিক উন্নয়নে সরকারের সহায়ক শক্তি হিসেবে সততা, নিষ্ঠা ও সেবামূলক মনোভাব নিয়ে কাজ করে আসছে। প্রেস বিঞ্জপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমোখলেসুর রহমান সাগর ছিলেন নিবেদিত প্রাণ সংগঠক
পরবর্তী নিবন্ধকাপটা রোমেই গেল