মোখলেসুর রহমান সাগর ছিলেন নিবেদিত প্রাণ সংগঠক

খেলাঘর চট্টগ্রামের শোকসভায় বক্তারা

| সোমবার , ১২ জুলাই, ২০২১ at ১১:৩৪ পূর্বাহ্ণ

মোখলেসুর রহমান সাগর ছিলেন একজন নিবেদিত প্রাণ সংগঠক। তিনি খেলাঘরে সক্রিয় থেকে সর্বদাই অক্লান্ত প্রচেষ্টায় শিশুদের জন্য অসামপ্রদায়িক বাংলাদেশ গড়ার প্রত্যয় খেলাঘর আন্দোলনকে অনন্য উচ্চতায় নিয়ে গেয়েছেন। গত ৬ জুলাই চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়ক রেজাউল কবিরের সভাপতিত্বে ভার্চুয়াল শোকসভায় বক্তারা এসব কথা বলেন। সভায় খেলাঘর কেন্দ্রীয় কমিটির চেয়ারপার্সন প্রফেসর মাহফুজা খানম প্রধান আলোচক ছিলেন। এতে অতিথি হিসেবে অংশ নেন খেলাঘর কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহমেদ, প্রকৌশলী দেলোয়ার মজুমদার, প্রকৌশলী রথিন সেন, রুনু আলী ও লাভলী চৌধুরী। অন্যান্যদের মধ্যে আলোচনায় অংশ নেন খেলাঘর কেন্দ্রীয় কমিটির সদস্য প্রদীপ ভট্টাচার্য্য, শহীদ উদ্দিন চৌধুরী, তাপস রায়, অধ্যাপিকা রোজী সেন, খেলাঘর চট্টগ্রাম মহানগর কমিটির সভাপতি ড. গাজী সালাউদ্দিন, সাধারণ সম্পাদক এস. জাহিদ হোসেন, চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি সাংবাদিক জসিম চৌধুরী সবুজ, সাধারণ সম্পাদক বিপ্লব বসু, চট্টগ্রাম উত্তর জেলার সভাপতি সাংবাদিক মো. খোরশেদ আলম, সাধারণ সম্পাদক অধ্যক্ষ এম এ কাসেম, ফেনী জেলা কমিটির সভাপতি অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক টিটু দত্ত, কুমিল্লা জেলার সভাপতি কাজী ফেরদৌস আহমেদ, সাধারণ সম্পাদক দিলীপ ছন্দ, কঙবাজার জেলা কমিটির সভাপতি আবুল কাসেম, সাধারণ সম্পাদক কলিমুল্লাহ কলিম, খেলাঘর নোয়াখালী জেলার আহবায়ক মানিক মজুমদার ও বোয়ালখালী উপজেলার সাধারণ সম্পাদক কাজল নন্দী। প্রেস বিঞ্জপ্তি

পূর্ববর্তী নিবন্ধকুমিরা যুবদলের সম্পাদক বহিষ্কার
পরবর্তী নিবন্ধজাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ সংগঠন হিসেবে পুরস্কার পেল মমতা