জলাবদ্ধতা নিরসন প্রকল্প পরিচালকের সাথে সুজনের মতবিনিময়

| মঙ্গলবার , ১২ মার্চ, ২০২৪ at ১০:৫৫ পূর্বাহ্ণ

আগামী বর্ষার আগে চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসন প্রকল্পের অগ্রগতি জানতে নগরীর জলাবদ্ধতা নিরসন প্রকল্পের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মো. ফেরদৌসের সাথে তাঁর দপ্তরে মতবিনিময় করেন নাগরিক উদ্যোগের প্রধান উপদেষ্টা খোরশেদ আলম সুজন। গতকাল সোমবার প্রকল্প পরিচালকের দপ্তরে জলাবদ্ধতা নিরসন প্রকল্পের অগ্রগতি সংক্রান্ত বিষয়ে মতবিনিময় করেন তিনি।

মতবিনিময়ে সুজন বলেন, চট্টগ্রামের জনগণকে জলাবদ্ধতার কবল থেকে মুক্ত করতে জলাবদ্ধতা নিরসন প্রকল্প নামক চট্টগ্রামের ইতিহাসে সর্ববৃহৎ উন্নয়ন প্রকল্পের অনুমোদন দেন প্রধানমন্ত্রী। প্রকল্পের কাজ দৃশ্যমান হওয়ার পর থেকে নগরীর অনেকগুলো জলজটপ্রবণ এলাকা জলজট থেকে মুক্ত হতে থাকে। বিশেষ করে গত বর্ষা মৌসুমে নগরীর হালিশহর, আগ্রাবাদ, চাকতাই, খাতুনগঞ্জ এবং প্রবর্তক মোড়সহ অনেকগুলো জলমগ্ন এলাকার মানুষ জলাবদ্ধতার ভোগান্তি থেকে রক্ষা পায়। তবে আগামী বর্ষা মৌসুমের আগেই নগরীর ২নং গেইট, মুরাদপুর, চন্দনপুরা, বাদুরতলা, বাকলিয়া, গয়নার ছড়া, মহেশখালের কাট্টলী অংশসহ অন্যান্য জলজটপ্রবণ এলাকার জলজট নিরসনে বিশেষ উদ্যোগ নেওয়ার অনুরোধ জানান তিনি। এছাড়া জলাবদ্ধতা প্রকল্পের সাথে সংশ্লিষ্ট সকল সেবাসংস্থাকে নিজেদের মধ্যে নিবিড় যোগাযোগের মাধ্যমে প্রকল্পের কাজ এগিয়ে নেওয়ার অনুরোধ জানান তিনি। মতবিনিময়ে নাগরিক উদ্যোগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. ইলিয়াছ, সদস্য সচিব মো. হোসেন উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআজ ডা. নুরুন নাহার জহুরের ৩৭তম মৃত্যুবার্ষিকী
পরবর্তী নিবন্ধকিশোর গ্যাং ও মাদক ছেড়ে স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নে কাজ করুন