কিশোর গ্যাং ও মাদক ছেড়ে স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নে কাজ করুন

বাঁশখালীতে মাদকবিরোধী সমাবেশে জেলা প্রশাসক

বাঁশখালী প্রতিনিধি | মঙ্গলবার , ১২ মার্চ, ২০২৪ at ১০:৫৫ পূর্বাহ্ণ

বাঁশখালী উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের নিয়ে বাল্যবিবাহ, নারী নির্যাতন, কিশোর গ্যাং ও মাদক বিরোধী সচেতনতামূলক সমাবেশ গতকাল সোমবার দুপুরে বাঁশখালী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার জেসমিন আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, মাদকের নেশা একবার পেয়ে বসলে তা পরিহার করা অনেক কষ্টের ব্যাপারে। মাদকের টাকার জন্য অপরাধে জড়িয়ে পড়ে। মাদকের কারণে একটা পরিবারের স্বপ্ন নষ্ট হয়, মাদক ভাল কিছু দেয় না। মাদক থেকে দূরে থাকতে হবে। তোমাদের নিয়ে পরিবারসমাজ গর্ববোধ করে। তিনি বলেন, বাল্যবিবাহ কেন খারাপ? ১৬ বছরের আগে বিয়ে হলে লেখাপড়া বন্ধ হয়ে যায়। পড়ালেখা শেষ হলেও আবার বাচ্চা হল, কম বয়সে বাচ্চা হলে সে অপুষ্টিতে ভোগে। আবার যৌতুক দিয়ে বিয়ে দিতে হয়, নারী নির্যাতন ও যৌতুকের মামলায় জেল খাটতে হয়। আপনারা যদি শিক্ষার পাশাপাশি যদি টেকনিক্যাল কাজ শিখেন, তাতে করে নিজে স্বাবলম্বী হওয়া যায়। বাল্যবিবাহ রোধ করতে নিজেকে সিদ্ধান্ত নিতে হবে। বর্তমানে কিশোর গ্যাং কালচার যে গড়ে উঠছে তা প্রতিরোধ করতে হবে। অপরাধ থেকে বেরিয়ে এসে বর্তমান সরকারের স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নে কাজ করার আহ্বান জানান তিনি। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. মাহমুদুল ইসলাম চৌধুরীর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র এসএম তোফাইল বিন হোছাইন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল খালেক পাটোয়ারী, ওসি মো. তোফায়েল আহমেদ, বীর মুক্তিযোদ্ধা আহমদ ছফা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মামুন, বৈলছড়ি ইউনিয়নের চেয়ারম্যান মো. কপিল উদ্দিন। স্বাগত বক্তব্য রাখেন বাঁশখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোতোষ দাশ। সমাবেশে বাঁশখালীর বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি এবং স্কুল কলেজের শিক্ষার্থীসহ নানা শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধজলাবদ্ধতা নিরসন প্রকল্প পরিচালকের সাথে সুজনের মতবিনিময়
পরবর্তী নিবন্ধহত্যা মামলার ৪ মাস পর ময়না তদন্তের জন্য লাশ উত্তোলন