জনসংখ্যা ও মানবসম্পদ

| বুধবার , ৩১ আগস্ট, ২০২২ at ১১:৪০ পূর্বাহ্ণ

স্বাধীনতার পর জনসংখ্যা ৭ কোটি থেকে বেড়ে দাঁড়িয়েছে প্রায় ১৭ কোটির অধিক। এ অবস্থা চলতে থাকলে আগামীতে বাংলাদেশের জনসংখ্যা হবে প্রায় ৪০ কোটি। জনসংখ্যার ক্ষেত্রে বাংলাদেশের চিত্র ভয়াবহ। বর্তমানে বাংলাদেশের জনসংখ্যা দ্রুত বাড়ছে। জনসংখ্যার সমস্যা এ দেশের জাতীয় সমস্যা। বাংলাদেশে দ্রুত জনসংখ্যা বেড়ে যাওয়ার ক্ষতিকর প্রভাব জাতীয় জীবনের সর্বক্ষেত্রে পরিলক্ষিত হচ্ছে। অধিক জনসংখ্যার ফলে চাষাবাদের জমি কমছে এবং বাড়িঘর ও রাস্তাঘাট তৈরীর জন্য উজাড় হচ্ছে বৃক্ষরাজি ও বনভূমি। মূলতঃ এদেশের জনসংখ্যা সমস্যা সব সমস্যার মূল কারণ। বর্তমান যুগ বিজ্ঞান ও প্রযুক্তির যুগ। প্রযুক্তির এ যুগে উন্নয়নের ক্ষেত্রে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশকেও এগিয়ে নিতে হবে। টেকসই অর্থনীতি টেকসই উন্নয়ন ধারা অর্জন করতে হলে সঠিক পরিকল্পনা নীতিমালা গ্রহণের মাধ্যমে জনসংখ্যাকে নিয়ন্ত্রণ করতে হবে। কিন্তু জনসংখ্যা যে শুধু সমস্যা তা ঠিক নয় সম্পদও বটে। বিশ্বের এখনো অনেক দেশ আছে যাদের উন্নয়নে সম্পদের চেয়ে মানব সম্পদের গুরুত্ব বেশি।

এম. এ. গফুর
বলুয়ার দীঘির দক্ষিণ-পশ্চিম পাড়,
কোরবাণীগঞ্জ, চট্টগ্রাম।

পূর্ববর্তী নিবন্ধশার্ল বোদলেয়ার : আধুনিক কবিতার জনক
পরবর্তী নিবন্ধবঙ্গবন্ধুর খুনিদের সমূলে উৎখাত প্রয়োজন