জোৎস্নার আলোর ছায়ায় দেখা
অস্পষ্ট চেহারা, কোন এক মানবী
হেঁটে যায় দ্রুতলয়ে নূপুরের ছন্দে।
ছন্দের লয়ে অতিক্রম করে পথের
সীমানা। নিশ্চুপ, নির্বিকার, সাড়াহীন
সেই মানবী, যেন চেনাপথে অচিন পাখি।
অদৃশ্য হয়ে যায় নিমিষেই চোখের আড়ালে।
গা ছমছম করা শিহরণে পথ অতিক্রম
করি গন্তব্যের ঠিকানায়।
ভাবনার জগতে অগাধ বিচরণে
খুঁজে ফিরি আনমনে কিছুটা সময়।
কানের পর্দায় বেজে চলে নূপুরের ছন্দ,
অবলোকন করি শূন্যতার ছায়া।
নির্মল পথ চলার আনন্দে অবশেষে
গন্তব্যে পৌঁছা।
কানের পর্দায় লেগে থাকা নূপুরের শব্দে
ঘুম ভাঙে প্রতিদিন। মনের বারেন্দায়
ঘুরে ফিরে সেই ছায়া।দেখার ইচ্ছা
মনের জাগ্রত দ্বারে। কিন্তু ফিরে আসেনি কোনদিন
সেই ছায়া মানবী, হারিয়ে যায় ছায়ার মতো।