চ্যানেল আইয়ের ২৩ তম জন্মদিনে বর্ণাঢ্য কর্মসূচি

| শুক্রবার , ১ অক্টোবর, ২০২১ at ৬:০৫ পূর্বাহ্ণ

চ্যানেল আই মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং বঙ্গবন্ধুর জম্মশত বার্ষিকীর এই ঐতিহাসিক সময়ে ২৩ বছরে পদার্পণে চট্টগ্রামে ব্যাপক কর্মসূচি পালন করা হয়েছে। এ উপলক্ষে চট্টগ্রাম অফিসের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার নগরীর একটি কনভেনশন সেন্টারে সুধী সমাবেশ, কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
চ্যানেল আইএর দর্শক ফোরামের সভাপতি এস এম আবু তৈয়বের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন, চ্যানেল আই চট্টগ্রামের ব্যুরো প্রধান চৌধুরী ফরিদ। জাহেদুর রহমান সোহেল ও আবৃত্তিকার মিলি চৌধুরীর সঞ্চালনায় সুধী সমাবেশে বক্তব্য দেন, হুইপ সামশুল হক চৌধুরী, সিটি মেয়র এম রেজাউল করিম চৌধুরী, উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান এম এ সালাম, চট্টগ্রাম জেলা প্রশাসক মো. মমিনুর রহমান, জেলা পুলিশ সুপার এস এম রশিদুল হক, সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন, চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি আলী আব্বাস, নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী একে এম ফজলুল্লাহ, রাউজান উপজেলা চেয়ারম্যান এহেসানুল হায়দার চৌধুরী বাবুল, আনোয়ারা উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী, সাতকানিয়া উপজেলা চেয়ারম্যান এম এ মোতালেব সিআইপি, মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফফর আহমদ, বিভাগীয় প্রাণী সম্পদ পরিচালক ডা. মো. রিয়াজুল হক, কাউন্সিলর চৌধুরী হাসান মাহমুদ হাসনী, চেম্বার পরিচালক অহিদ সিরাজ চৌধুরী স্বপন, অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (উত্তর) মো. আরাফাত হোসেন, হাজী মো. সাহাব উদ্দিন, কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, কাউন্সিলর শৈবাল দাশ সুমন, কাউন্সিলর আবুল হাসনাত বেলাল, দক্ষিণ জেলা আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক খোরশেদ আলম প্রমুখ। সমাবেশে অনন্য বড়ুয়ার নেতৃত্বে পাপন একাডেমীর শিল্পীরা নৃত্য পরিবেশন করেন। আজ শুক্রবার বিকাল ৪টায় সিআরবি চত্বরে চ্যানেল আইএয়ের জম্মদিনের ২৩তম জম্মদিনের কেক কাটা হবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচবিতে ১৫ কেজি হরিণের গোস্ত উদ্ধার
পরবর্তী নিবন্ধশাহিদ আনোয়ারের কবিতা