পবিত্র ঈদ এ মিলাদুন্নবী (দ.)ও ফাতেয়া ইয়াজদাহুম উপলক্ষে সুন্নি কনফারেন্স গত ১৭ অক্টোবর চৌধুরীহাট চত্বরে অধ্যক্ষ মুফতি সৈয়দ অছিয়র রহমান আল কাদেরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। মুহাম্মদ ফোরকান কাদেরীর সঞ্চালনায় কনফারেন্সে প্রধান অতিথি ছিলেন ড. এ এস এম বোরহান উদ্দিন। প্রধান বক্তা ছিলেন ফখরুদ্দীন আল কাদেরী। অতিথি ছিলেন ড. আনোয়ার হোসাইন আল কাদেরী। উদ্বোধক ছিলেন হাফেজ মুফতি জাহাঙ্গীর আলম আল কাদেরী। বিশেষ আলোচক ছিলেন অধ্যক্ষ কাজী হারুন, সৈয়দ আখতার হোসাইন, ছালেহ আহমদ আনছারী, সৈয়দ মফজল আলম, আবু জাফর আশরাফী, সৈয়দ আলী আকবর, মোহাম্মদ নুরুচ্ছাফা কাদেরী। বক্তব্য রাখেন জাফরুল আলম, এরশাদ হোসাইন, ওমর ফারুক, আকতার হোসাইন আব্দুর রহিম, শফিউল আজম, সিরাজুল ইসলাম ইদ্রিস, মোজাহের, নুরুল আনোয়ার, জানে আলম, মোহাম্মদ আজিম মেম্বার, মো নাছের, মো মোরশেদ, মো. শওকত আলী, মো. রফিকুল ইসলাম, মো. ওসমান সওদাগর, এমদাদ হোসেন সবুজ, আলাউদ্দিন সোহেল, মো. সোহেল, মো মহিউদ্দিন, মো জাফর আলী, জসিম উদ্দিন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।