চেয়ারম্যান পদে ২ জনসহ ১১ প্রার্থীর মনোনয়ন জমা

কর্ণফুলী উপজেলা পরিষদ নির্বাচন

পটিয়া প্রতিনিধি | শুক্রবার , ৭ অক্টোবর, ২০২২ at ৭:৩৭ পূর্বাহ্ণ

উৎসবমুখর পরিবেশে কর্ণফুলী উপজেলা পরিষদ নির্বাচনে বিভিন্ন পদে প্রার্থীরা তাদের মনোনয়ন পত্র জমা দিয়েছেন। গতকাল বৃহস্পতিবার সকাল থেকে উপজেলা পরিষদ মাঠে বিভিন্ন প্রার্থীদের সমর্থকরা ভিড় জমায়। সকাল ১১টা থেকে একে একে তাদের মনোনয়ন পত্র জমা দেন। গতকাল মনোনয়ন পত্র জমাদানের শেষ দিনে সর্বমোট ১১জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র দাখিল করেছেন। গতকাল সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত উপজেলা সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচনী কর্মকর্তা মো. আব্দুল শুক্কুরের কাছে এ মনোনয়ন জমা দেন। চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ৩ জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন বলে জানিয়েছেন উপজেলা সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচনী কর্মকর্তা মো. আব্দুল শুক্কুর।
উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ফারুক চৌধুরী, স্বতন্ত্র চেয়ারম্যান পদে মোহাম্মদ আলী ও মাহবুব আলম তাদের মনোনয়ন পত্র সহকারী রিটার্নিং অফিসারের নিকট দাখিল করেছেন।
এ ছাড়া উপজেলা ভাইস চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী যুগ্ম সাধারণ সম্পাদক আমির আহমদ, উপজেলা যুবলীগের সহ-সভাপতি মহিউদ্দিন মুরাদ, মো. আবদুল হালিমসহ ৩ জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র দাখিল করেন। মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে কর্ণফুলী মহিলা আওয়ামী লীগের সভাপতি মোমেনা আক্তার নয়ন, উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান বানাজা বেগম নিশি, ডা. ফারহানা মমতাজ, দক্ষিণ জেলা জাতীয় মহিলা পাটির সদস্য সচিব মুন্নী বেগম ও রানু আকতারসহ ৫ জন প্রার্থী মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র দাখিল করেছে।
তাদের মধ্যে চেয়ারম্যান পদে মো. আলী, ভাইস চেয়ারম্যান পদে মহিউদ্দিন মুরাদ ও আব্দুল হালিম জেলা নির্বাচন অফিসে মনোনয়ন পত্র দেন। অন্য প্রার্থীরা উপজেলা নির্বাচন কর্মকর্তার কাছে মনোনয়ন পত্র জমা দিয়েছেন। এদিকে আওয়ামী লীগ প্রার্থী ফারুক চৌধুরীর মনোনয়ন ফরম জমা দেওয়ার সময় দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সেক্রেটারি হায়দার আলী রণি, জেলা যুবলীগ নেতা দিদারুল ইসলাম চৌধুরীসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২ নভেম্বর ইভিএম পদ্ধতিতে উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে। উপজেলা হিসেবে যাত্রা শুরুর পর ২০১৭ সালের ২০ আগস্ট প্রথম নির্বাচনের পর কর্ণফুলীতে এটি দ্বিতীয় দফায় ভোট। নির্বাচন অফিসের তথ্য অনুযায়ী কর্ণফুলীতে মোট ভোটার ১ লক্ষ ৭৭ হাজার ৭৯৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৫৩ হাজার ৫শ ৯৯ জন ও মহিলা ভোটার ৫৪ হাজার ২শ জন। মোট ভোট কেন্দ্র ৪০ টি।

পূর্ববর্তী নিবন্ধপটিয়ায় মুখোশধারীদের হামলায় কৃষক নিহত
পরবর্তী নিবন্ধমেয়র পদে ৩ জনসহ ৪০ প্রার্থীর মনোনয়ন জমা