চেক প্রতারণার মামলায় আসলাম চৌধুরীর বিচার শুরু

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ১৫ সেপ্টেম্বর, ২০২২ at ৬:১২ পূর্বাহ্ণ

চেক প্রতারণার এক মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীর বিরুদ্ধে চার্জগঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত। গতকাল চট্টগ্রামের সপ্তম যুগ্ম চট্টগ্রাম মহানগর দায়রা জজ শহীদুল ইসলাম এ আদেশ দেন। এ সময় আসলাম চৌধুরী কাঠগড়ায় হাজির ছিলেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়।
মহানগর পিপি ফখরুদ্দিন চৌধুরী আজাদীকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ২০২০ সালের ২৬ ফেব্রুয়ারি সেভেন বি অ্যাসোসিয়েটস নামের প্রতিষ্ঠানের নামে ট্রাস্ট ব্যাংক সিডিএ অ্যাভিনিউ শাখায় ২০ কোটি ৪ লাখ ৫৮ হাজার টাকার একটি চেক দেন আসলাম চৌধুরী। সেদিনই চেকটি ডিজঅর্নার হয়। পরে ব্যাংক কর্তৃপক্ষ তাকে আইনি নোটিশ দেয়। কিন্তু নোটিশের কোনো উত্তর না পাওয়ায় একই বছরের ৩১ মে ব্যাংক কতৃপক্ষ তার বিরুদ্ধে মামলাটি করেন।
২০১৬ সালের ১৫ মে ঢাকা থেকে আসলাম চৌধুরীকে গ্রেপ্তার করা হয়। তখন থেকে তিনি কারাগারে রয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধবন্ধ হয়ে গেল শেষ ডেমু ট্রেনটিও
পরবর্তী নিবন্ধ৩৩ কেজির পোয়া, দাম সাড়ে ৭ লাখ টাকা