চুয়েটে শেখ কামাল আইটি বিজনেস ইনকিউবেটর পরিদর্শনে সিনিয়র সচিব

| রবিবার , ১৫ মে, ২০২২ at ৫:৪৭ পূর্বাহ্ণ

চুয়েট শেখ কামাল আইটি বিজনেস ইনকিউবেটর পরিদর্শন করেছেন প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম। গতকাল শনিবার তিনি চুয়েট ক্যাম্পাসে নির্মিত ইনকিউবেটর এলাকা পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের যুগ্ম-সচিব এ এন এম শফিকুল ইসলাম এবং শেখ কামাল আইটি বিজনেস ইনকিউবেটরের প্রকল্প পরিচালক সৈয়দ জহুরুল ইসলাম।
পরিদর্শনকালে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলমের সাথেও তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় চুয়েটের তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের ডিন এবং শেখ কামাল আইটি বিজনেস ইনকিউবেটরের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ মশিউল হক, যন্ত্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. শেখ মোহাম্মদ হুমায়ুন কবির, রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. ফারুক-উজ-জামান চৌধুরী, অধ্যাপক ড. মো. রেজাউল করিম, প্রকৌশলী মো. সিরাজুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসরকার হিজড়াদের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম-আবুধাবি ফ্লাইট চালু না হলে অনশন