চুনতীর সীরতুন্নবী (সা.) মাহফিল ৮ অক্টোবর শুরু

| শুক্রবার , ১৬ সেপ্টেম্বর, ২০২২ at ৬:৪৩ পূর্বাহ্ণ

হযরত মাওলানা শাহ হাফেজ আহমদ (রহ.) প্রকাশ শাহ সাহেব হুজুর চুনতী কর্তৃক প্রবর্তিত ১৯ দিনব্যাপী ঐতিহাসিক সীরতুন্নবী (সা.) মাহফিল আগামী ৮ অক্টোবর সীরত ময়দান শাহ মনজিল চুনতীতে আরম্ভ হবে। গতকাল নগরীতে অনুষ্ঠিত মাহফিলের প্রস্তুতি সভায় এ সিদ্ধান্তের কথা জানানো হয়। সভায় তহবিল সংগ্রহ উপলক্ষে আমন্ত্রণপত্র, পোস্টার, স্টিকার ও রসিদ বই বিতরণ করা হয়। মাহফিলের এবারের বাজেট ৩ কোটি টাকা নির্ধারণ করা হয়েছে। গত ১৪ সেপ্টেম্বর মাহফিলের মতোওয়াল্লী কমিটির সভাপতি মাওলানা হাফিজুল ইসলাম আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী। যাহেদুর রহমান ও আরিফুর রাব্বানীর সঞ্চালনায় শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন এ এইচ এম শাকিল, নাতে রাসুল (সা.) পরিবেশন করেন তামজিদুর রহমান, মবরুর হোসাইন ছিদ্দিকী। বক্তব্য রাখেন অধ্যক্ষ মাওলানা হাফিজুল হক নিজামী, মাওলানা কাজী নাছির উদ্দিন, ডা. মাহমুদুর রহমান, এডভোকেট মিনহাজুল আবরার, এম ইব্রাহিম কবির, মাওলানা মমতাজুর রহমান, মাওলানা মাহমুদুল হক, কাজী আরিফুল ইসলাম, তৈয়বুল হক বেদার, মাওলানা আব্দুল মালেক ইবনে দিনার নাজাত, অধ্যক্ষ প্রফেসর মুজাহিদ চৌধুরী, ড. এনামুল হক, মাওলানা ফারুক হোসাইন, এডিএম আব্দুল বাসেত দুলাল। উপস্থিত ছিলেন ইদ্রিস মিনহাজ, মাহবুবুল হক, আবদুল ওয়াহেদ খালেদ, অধ্যক্ষ প্রফেসর হামিদুল হোসেন ছিদ্দিকী, ওয়াহিদুর রহমান বাচ্চু, জয়নাল আবেদীন জনু, আনোয়ার কামাল, মনজুর কাদের, আহমদ হোসেন, কায়সার আলী চৌধুরী, জসিম উদ্দিন কবির, মোর্শেদ চৌধুরী, ড. মোজাফফর নদভী, আমীন নদভী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআকবরশাহ্‌ থেকে চুরি হওয়া সিএনজি উদ্ধার, গ্রেপ্তার ২
পরবর্তী নিবন্ধফিরে দেখা একুশ