চিনির দাম আবারও বাড়ল

| শুক্রবার , ২৭ জানুয়ারি, ২০২৩ at ৮:৩৬ পূর্বাহ্ণ

চিনির দাম কেজিতে পাঁচ টাকা বাড়ানোর ঘোষণা দিয়েছে পরিশোধন কোম্পানিগুলো। বাংলাদেশ সুগার রিফাইনার্স অ্যাসোসিয়েশন গতকাল বৃহস্পতিবার বাণিজ্য সচিবের কাছে চিঠি দিয়ে চিনির নতুন দাম জানিয়েছে। তাতে প্রতি কেজি খোলা চিনির দাম পাঁচ টাকা বেড়ে ১০৭ টাকা এবং প্যাকেটজাত চিনির দাম চার টাকা বেড়ে ১১২ টাকা নির্ধারণ করা হয়েছে। খবর বিডিনিউজের।

অবশ্য বাজারে প্রকৃত দাম এর চেয়ে বেশি। চলতি সপ্তাহেও ঢাকার খোলা বাজারে প্রতিকেজি চিনি ১২০ টাকায় বিক্রি হতে দেখা গেছে। এর আগে গত নভেম্বর খোলা বাজারে প্রতি কেজি খোলা চিনি ১০২ টাকা, আর প্যাকেট চিনি ১০৮ টাকা নির্ধারণ করেছিল বাণিজ্য মন্ত্রণালয়।

অ্যাসোসিয়েশনের চিঠিতে বলা হয়, অপরিশোধিত চিনির আন্তর্জাতিক বাজারে মূল্য বৃদ্ধি এবং ডলারের বিনিময় হার বৃদ্ধি ও উৎপাদন ব্যয় বিবেচনায় বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা সাপেক্ষে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধসভাপতিসহ পরিচালনাপর্ষদের সদস্যরা বরখাস্ত
পরবর্তী নিবন্ধদুই আসামি আবারও রেলের নিয়োগ কমিটির আহ্বায়ক!