সভাপতিসহ পরিচালনাপর্ষদের সদস্যরা বরখাস্ত

চট্টগ্রাম ডায়াবেটিক হাসপাতাল

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ২৭ জানুয়ারি, ২০২৩ at ৮:৩৬ পূর্বাহ্ণ

দুর্নীতি ও অনিয়মের অভিযোগে চট্টগ্রাম ডায়াবেটিক জেনারেল হাসপাতালের পরিচালনা পর্ষদের সভাপতি জাহাঙ্গীর চৌধুরীসহ কমিটির সদস্যদের বরখাস্ত করা হয়েছে। হাসপাতালের কার্যক্রম পরিচালনার জন্য নিয়োগ দেয়া হয়েছে প্রশাসক। গত বুধবার সমাজসেবা অধিদপ্তরের পরিচালক মো. সাব্বির রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে তাদের বরখাস্তের কথা এবং প্রশাসক নিয়োগের বিষয়টি জানানো হয়।

 

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, চট্টগ্রাম ডায়বেটিক সমিতির (রেজি. নংসি৬৯৫/৭৮) সভাপতি/সাধারণ সম্পাদকের বিরুদ্ধে বিবিধ অভিযোগ উত্থাপিত হয়। অভিযোগসমূহ তদন্তের জন্য তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমিটির দাখিলকৃত প্রতিবেদনে অভিযোগ প্রমাণিত হওয়ায় ১৯৬১ সালের ৪৬ নম্বর অধ্যাদেশ অনুযায়ী বর্তমান কার্যনির্বাহী পরিষদ সাময়িক সদস্যদের বরখাস্ত করা হল।

স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থাসমূহ আইন অনুযায়ী বিভাগীয় সমাজসেবা কার্যালয়েরর অতিরিক্ত পরিচালক মোস্তফা মোস্তাকুর রহিম খানকে প্রশাসক নিয়োগ করা হয়। আদেশে প্রশাসকের কর্মপরিধি নির্ধারণ করে দেওয়া হয়।

সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ শাহী নেওয়াজের নেতৃত্বে তদন্ত কমিটিতে সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছিলেন সমাজসেবা অফিসার মো. আশরাফ উদ্দিন ও মো. সোহানুর মোস্তফা শাহরিয়ার। তদন্ত কমিটির রিপোর্টের ভিত্তিতেই উপরোক্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

পূর্ববর্তী নিবন্ধচুল পড়া বন্ধে আগে জানতে হবে চুল পড়ার কারণ
পরবর্তী নিবন্ধচিনির দাম আবারও বাড়ল