চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি স্বাস্থ্যবিধি মেনে শিক্ষা কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত

| সোমবার , ২৭ সেপ্টেম্বর, ২০২১ at ৬:০৯ পূর্বাহ্ণ

চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে (সিআইইউ) স্বাস্থ্যবিধি মেনেই শিক্ষার্থীদের জন্য করোনাকালীন উচ্চশিক্ষা কার্যক্রম পরিচালনা করা হবে বলে জানিয়েছেন উপাচার্য ড. মাহফুজুল হক চৌধুরী। তিনি বলেছেন, দীর্ঘদিন বন্ধ থাকার পর সরকারের নির্দেশে খুব শিগগিরই খুলে দেওয়া হচ্ছে সিআইইউর ক্যাম্পাস। আর ক্যাম্পাস খোলার পরপর-ই স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠিত হবে সব ধরনের ক্লাস-পরীক্ষা।
বর্তমানে অনলাইনে সিআইইউর ক্লাস-পরীক্ষাগুলো নিয়মিতভাবে অনুষ্ঠিত হচ্ছে। এ ছাড়া সকাল সাড়ে ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চালু রয়েছে অ্যাডমিশন অফিসসহ সব ধরনের প্রশাসনিক কার্যক্রম। সম্প্রতি অনলাইনে অনুষ্ঠিত সিআইইউর ১৭তম অ্যাকাডেমিক কাউন্সিলের সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন উপাচার্য। সভায় করোনা পরবর্তী শিক্ষাকার্যক্রম পরিচালনা, টিকা নিশ্চিতকরণ, মাস্ক ব্যবহারসহ বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক নানান কর্মকান্ড নিয়ে আলোচনা করা হয়। এতে বক্তব্য রাখেন সিআইইউর ট্রাস্টি সদস্য লুৎফে এম আইয়ুব, ট্রাস্টি সাফিয়া রহমান ও ট্রাস্টি সৈয়দ মাহমুদুল হক। উপস্থিত ছিলেন সিন্ডিকেট সদস্য, ডিন, বিভাগীয় প্রধান, পরীক্ষা নিয়ন্ত্রণক, অ্যাকাডেমিক কাউন্সিলের সদস্য সচিব-ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি

পূর্ববর্তী নিবন্ধকবিতার শব্দ ও শক্তিতে বিশ্বজনীন হয়ে উঠছেন নূরুল হুদা
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে একটি নয়-১০টি হাসপাতাল হোক, কিন্তু সিআরবিতে নয়