চট্টগ্রামে একটি নয়-১০টি হাসপাতাল হোক, কিন্তু সিআরবিতে নয়

নাগরিক সমাজের সমাবেশে বক্তারা

| সোমবার , ২৭ সেপ্টেম্বর, ২০২১ at ৬:০৯ পূর্বাহ্ণ

‘চট্টগ্রামে একটি নয়, দশটি হাসপাতাল হোক। কিন্তু প্রাণ-প্রকৃতিতে ভরপুর চট্টগ্রামের ফুসফুস খ্যাত সিআরবি এলাকায় কোনো হাসপাতাল হতে দেয়া যায় না। সিআরবি রক্ষার আন্দোলন পরিবেশ রক্ষার মানবিক আন্দোলন। পরিবেশ রক্ষা হলে মানুষ বাঁচবে। যারা সিআরবির প্রাণ-প্রকৃতি ধ্বংস করতে সেখানে হাসপাতাল নির্মাণের পক্ষ নেবেন, তারা চট্টগ্রামের তথা দেশের শত্রু হিসেবে চিহ্নিত হবেন। যে কোনো মূল্যে সিআরবি রক্ষা করা হবে।’
গতকাল বিকেলে সিআরবি রক্ষায় আন্দোলনকারী সংগঠন নাগরিক সমাজের সমাবেশে বক্তারা এসব কথা বলেন। সংগঠনের সদস্য সচিব অ্যাডভোকেট ইব্রাহিম হোসেন বাবুলের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন নাগরিক সমাজ চট্টগ্রামের কো-চেয়ারম্যান ড. অধ্যাপক ইদ্রিস আলী, চট্টগ্রাম মেডিকেল কলেজের সাবেক অধ্যাপক ডা. ইমরান বিন ইউনুস, ১৪ দল নেতা জসিম উদ্দিন বাবুল, বিএফইউজে’র যুগ্ম মহাসচিব কাজী মহসিন, বেলায়ত হোসেন, রাশেদ হাসান, স্বপন মজুমদার, পরিবেশবিদ ইমতিয়াজ আহমেদ, চট্টগ্রাম শিল্প কলার যুগ্ম সম্পাদক মাইনুদ্দিন কোহেল প্রমুখ। খবর প্রেস বিজ্ঞপ্তির।

পূর্ববর্তী নিবন্ধচিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি স্বাস্থ্যবিধি মেনে শিক্ষা কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত
পরবর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ৯৫.২৩ কোটি টাকা