চিটাগং ইউনিভার্সিটি এক্স স্টুডেন্টস ক্লাব-গাজীপুরের ঈদ পুনর্মিলনী

| বুধবার , ১৭ এপ্রিল, ২০২৪ at ৬:৩৮ পূর্বাহ্ণ

চিটাগং ইউনিভার্সিটি এক্স স্টুডেন্টস ক্লাব, গাজীপুরের উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও পারিবারিক মিলনমেলা গত ১৩ এপ্রিল শালদহ ইকো রিসোর্টে উদযাপিত হয়। গাজীপুরে অবস্থানরত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের অংশগ্রহণে দিনব্যাপী এ পুনর্মিলনীতে অংশ নেন প্রায় ৩৫০ অতিথি।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের সাবেক চেয়ারম্যান ও গাজীপুর অফিসার্স ফোরামের সভাপতি মো: আনিছুর রহমান মিঞা। উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক মো: মফিজ উদ্দিন। এছাড়াও অনলাইনের মাধ্যমে শুভেচ্ছা বক্তব্য দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মো: এমদাদুল হক ও সহযোগী অধ্যাপক এ কে এম জিয়াউর রহমান খান সোহেল। প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে আরো ছিলেন কিশোরগঞ্জের জেলা ও দায়রা জজ মোহাম্মদ হাবীবুল্লাহ, বায়েজিদ মডেল স্কুলের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ মাজহারুল হক, অতিরিক্ত চিফ মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমান শরীফ প্রমুখ। গাজীপুর জেলা ছাত্র কল্যাণ সমিতি, চবির সাবেক প্রেসিডেন্ট ও সেক্রেটারিদের মধ্যে উপস্থিত ছিলেন নজরুল, সাইফুল, সুফল, সাইদুজ্জামান, নয়ন মনি, মনির, হানিফ, কাদের, রনি, ইসহাক, রিপন, মাহবুব, কামরুল, জালাল, জহির, হেদায়েত, জনি, রাসেল, বাবু, শিপু, হাসান, সুমন, আল আমিন, জাহাঙ্গীর, আলমগীর, মুক্তা, ইকবাল, কবির, হাবিবুর, রুবেল, তারেক। অনুষ্ঠানের শেষের দিকে মো: মাজহারুল হককে সভাপতি, মো: নজরুল ইসলাম সেলিমকে সিনিয়র সহসভাপতি ও মোহাম্মদ হাবীবুল্লাহকে সাধারণ সম্পাদক করে ২০২৪২৫ সালের জন্য ২১ সদস্য বিশিষ্ট এক কার্যকরী কমিটি গঠন করা হয়। পরে র‌্যাফেল ড্র’র মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচিকিৎসকের ওপর হামলার প্রতিবাদ ও শাস্তি দাবি
পরবর্তী নিবন্ধবঙ্গবন্ধু শিশু কিশোর মেলা চট্টগ্রাম জেলার বস্ত্র বিতরণ