চালের বাজার আবার ঊর্ধ্বমুখী

রপ্তানিতে ভারতের শুল্ক আরোপের জের

আজাদী প্রতিবেদন | বুধবার , ১৪ সেপ্টেম্বর, ২০২২ at ৬:৩২ পূর্বাহ্ণ

চালের বাজার নিয়ন্ত্রণে আমদানিতে ২০ শতাংশ নিয়ন্ত্রণমূলক শুল্ক প্রত্যাহার করে সরকার। এর প্রভাবে চালের বাজার নিম্নমুখী হয়। দেশে শুল্ক কমানোর দুই সপ্তাহ না যেতেই ভারত চাল রপ্তানিতে ২০ শতাংশ শুল্ক আরোপ করে; যার প্রভাবে আবারও আমদানি চালের দাম বাড়তে শুরু করেছে। দেশে আমদানি চালের সিংহভাগই আসে ভারত থেকে। শুধু আমদানির চাল নয়, ভারতের রপ্তানি শুল্ক বাড়ানোকে কেন্দ্র করে দাম বেড়েছে দেশীয় চালের বাজারেও।
আড়তদাররা বলছেন, ডলার ও জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে চালের আমদানি ব্যয় বেড়ে গিয়েছিল। তাই চালের বাজার ক্রমেই বাড়তে থাকে। তবে সরকার গত মাসের শেষ দিকে শুল্ক কমানোর কারণে দাম কমলেও এখন ভারত আবার রপ্তানি শুল্ক বসিয়েছে। ভারত থেকে বেতি আতপ চালই বেশি আসে।
গতকাল নগরীর দুই প্রধান চালের আড়ত চাক্তাইয়ের চালপট্টি ও পাহাড়তলীতে খোঁজ নিয়ে জানা গেছে, গত দুদিনের ব্যবধানে বাজারে জিরাশাইল সিদ্ধ, নাজিরশাইল সিদ্ধ, স্বর্ণা সিদ্ধ, পাইজাম সিদ্ধ, মিনিকেট সিদ্ধ, মিনিকেট আতপ, কাটারিভোগ সিদ্ধ, কাটারিভোগ আতপ, বেতি আতপ ও মোটা সিদ্ধের দাম ৫০ কেজি ওজনের বস্তায় সর্বোচ্চ বেড়েছে ২৫০ টাকা পর্যন্ত।
চালের আড়তদাররা জানান, বর্তমানে পাইকারিতে বেতি আতপ ২৫০ টাকা বেড়ে ২ হাজার ৩০০ টাকা, পাইজাম আতপ ১০০ টাকা বেড়ে ২ হাজার ৭০০ টাকা, মোটা সিদ্ধ প্রতি বস্তা ১০০ টাকা বেড়ে ২ হাজার ২০০ টাকা, জিরাশাইল সিদ্ধ বস্তায় ১৫০ টাকা বেড়ে গিয়ে এখন বিক্রি হচ্ছে ৩ হাজার ৫০০ টাকায়। এছাড়া মিনিকেট সিদ্ধ ১০০ টাকা বেড়ে ২ হাজার ৯০০ টাকা এবং মিনিকেট আতপ ১৫০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ২ হাজার ৮০০ টাকায়।
অন্যদিকে পাইজাম সিদ্ধ ২০০ টাকা বেড়ে ২ হাজার ৯০০ টাকা, স্বর্ণা সিদ্ধ ১০০ টাকা বেড়ে ২ হাজার ৬০০ টাকা, নাজিরশাইল সিদ্ধ ২০০ টাকা বেড়ে ৩ হাজার ৯০০ টাকা, কাটারিভোগ আতপ ২০০ টাকা বেড়ে ৩ হাজার ৮০০ টাকা এবং কাটারিভোগ সিদ্ধ ২০০ টাকা বেড়ে বর্তমানে ৩ হাজার ৮০০ টাকায় বিক্রি হচ্ছে।

পাহাড়তলী বণিক সমিতির সাধারণ সম্পাদক এসএম নিজাম উদ্দিন আজাদীকে বলেন, ভারত সিদ্ধ চাল ছাড়া কিছু কিছু চাল রপ্তানিতে ২০ শতাংশ শুল্ক আরোপ করার কারণে চালের বাজার বাড়ছে। এর আগে আমাদের দেশে আমদানিতে নিয়ন্ত্রণমূলক শুল্ক প্রত্যাহারের কারণে চালের দাম নিম্নমুখী ছিল। বর্তমানে আমদানি করা চালের পাশাপাশি দেশীয় চালের দামও বাড়ছে।
চট্টগ্রাম চাউল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ওমর আজম আজাদীকে বলেন, ভারত থেকে আমরা প্রতি টন বেতি আতপ চাল আমদানি করতাম ২৮৫ থেকে ৩০০ ডলারে। স্বর্ণা সিদ্ধ ৩৮০ ডলার এবং নাজিরশাইল সিদ্ধ ৫০০ ডলারে আমদানি করতাম। এসব চালের মধ্যে বেতি আতপ চালের আমদানি ব্যয় কম। পক্ষান্তরে আমাদের দেশীয় বেতি চালের দাম বেশি। বিষয়টি ভারতীয় কর্তৃপক্ষ বুঝতে পেরে কেবল মাত্র বেতি আতপ চালের ওপর শুল্ক আরোপ করেছে। স্বাভাবিকভাবে এখন বেতিসহ সব ধরনের চালের দামে প্রভাব পড়েছে।

পূর্ববর্তী নিবন্ধনির্বাচিত হলে প্রধানমন্ত্রীর আস্থার প্রতিদান দেব
পরবর্তী নিবন্ধএসএসসি পরীক্ষা শুরু কাল