চার বছরে ৩৪ টেস্ট খেলবে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক | বৃহস্পতিবার , ১৮ আগস্ট, ২০২২ at ৮:৩৪ পূর্বাহ্ণ

২০২৩ থেকে ২০২৭ সালের জন্য করা আইসিসির ভবিষ্যৎ পরিকল্পনায় দ্বি-পাক্ষিক সিরিজে বাংলাদেশ খেলবে ৩৪ টি টেস্ট, ৫৯টি ওয়ানডে ও ৫৭ টি-টোয়েন্টি। আইসিসি গতকাল বুধবার এফটিপি প্রকাশ করে জানায়, এই চক্রে ১২টি টেস্ট খেলুড়ে দেশ ৭৭৭টি আন্তর্জাতিক ম্যাচ খেলবে। যা গতবারের চেয়ে বেশি। ১৭৩ টেস্টের সঙ্গে রয়েছে ২৮১টি ওয়ানডে ও ৩২৩টি টি-টোয়েন্টি। গত চক্রে মোট ম্যাচ হয়েছিল ৬৯৪টি। ২০০৩ সালের পর প্রথমবার অস্ট্রেলিয়ায় টেস্ট খেলতে যাবে বাংলাদেশ। ২০২৭ সালের সেই সিরিজ দিয়ে ১৯৭৯ সালের পর মার্চে দেশটিতে হবে কোনো টেস্ট সিরিজ।
ইংল্যান্ডে এবারও কোনো টেস্ট সিরিজ নেই বাংলাদেশের। ২০১০ সালে সবশেষ দেশটিতে এই সংস্করণে খেলতে গিয়েছিল তারা। এই চক্রে ইংল্যান্ডের বিপক্ষে মাত্র দুটি ম্যাচ খেলবে। ২০২৭ সালে দেশের মাটিতে এই টেস্ট সিরিজ দিয়ে শেষ হবে বাংলাদেশের এফটিপি। ২০২৩ সালের মে মাসে শুরু হতে যাওয়া এই চক্রে দ্বি-পাক্ষিক সিরিজে সবচেয়ে বেশি ১৫০ ম্যাচ খেলবে বাংলাদেশ।

পূর্ববর্তী নিবন্ধবঙ্গবন্ধুর ওপর লিসা কালামের ১০০ গানের সংকলন উদ্বোধন
পরবর্তী নিবন্ধচুয়েটে উন্মুক্ত ফুটবল টুর্নামেন্ট শুরু