চার দোকানদারকে জরিমানা

মূল্য তালিকা প্রদর্শন না করা ও বেশি মূল্যে বিক্রি

আজাদী প্রতিবেদন | সোমবার , ৪ এপ্রিল, ২০২২ at ৫:৪৫ পূর্বাহ্ণ

মূল্য তালিকা প্রদর্শন না করা এবং অধিক মূল্যে পণ্য বিক্রির অপরাধে নগরীর বিভিন্ন এলাকার চার দোকানদারকে ১৩ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। গতকাল সকাল থেকে বিকাল পর্যন্ত নগরীর সদরঘাট, কোতোয়ালী, ডবলমুরিং, বায়েজিদ, খুলশী, পাঁচলাইশ, আকবরশাহ, পাহাড়তলী ও হালিশহর এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাইমা ইসলাম, হিমাদ্রি খীসা, সুবল চাকমা ও হুছাইন মুহাম্মদ। বিষয়টি আজাদীকে নিশ্চিত করেছেন জেলা প্রশাসকের স্টাফ অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্লাবন কুমার বিশ্বাস। তিনি বলেন, রমজান মাস উপলক্ষে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির মূল্য বৃদ্ধির প্রেক্ষিতে বাজার মনিটরিংসহ সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষার্থে অভিযানটি পরিচালিত হয়। পুরো রমজান মাসজুড়ে এটি চলমান থাকবে।

পূর্ববর্তী নিবন্ধকৌতুক কণিকা
পরবর্তী নিবন্ধপাহাড়খেকোর দৌরাত্ম্যে ভরাট হচ্ছে নালা