বিজয়ের সুবর্ণজয়ন্তী উপলক্ষে নগরীর চান্দগাঁও বি-ব্লক বালির মাঠে মুজিব শতবর্ষ কাউন্সিলর কাপ ৪নং আন্তঃ ওয়ার্ড ফুটবল টুর্নামেন্টের ফাইনালে উঠেছে মরিয়ম স্মৃতি শহীদ এনাম সংসদ। গতকাল রোববার অনুষ্ঠিত দ্বিতীয় সেমিফাইনাল খেলায় মরিয়ম স্মৃতি শহীদ এনাম সংসদ ৩-১ গোলে মনসুর শহিদ স্মৃতি সংসদকে পরাজিত করে। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ হন মরিয়ম স্মৃতির নাইজেরিয়ান মিডফিল্ডার বব। খেলা শেষে তার হাতে পুরস্কার তুলে দেন হাজী মমতাজ বজল ফাউন্ডেশনের চেয়ারম্যান তসকির আহমেদ, দৃষ্টি মাদক নিরাময় কেন্দ্রের চেয়ারম্যান মঈন উদ্দীন ফরহাদ এবং মরিয়ম স্মৃতি সংসদের টিম ম্যানেজার কামরুল ইসলাম কমু।