চাক্তাইয়ে ফ্রিজিয়া ফুড প্রোডাক্টসকে দেড় লাখ টাকা জরিমানা

অপরিচ্ছন্ন পরিবেশ ও খাবারে কেমিক্যাল

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ১৯ মার্চ, ২০২৪ at ৪:৩৩ পূর্বাহ্ণ

নগরীর চর চাক্তাই এলাকার ফ্রিজিয়া ফুড প্রোডাক্টসকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানকালে অপরিচ্ছন্ন পরিবেশে এবং অননুমোদিত ক্যামিকেল ব্যবহার করে বিস্কুট তৈরির দায়ে চর চাক্তাই এলাকার ফ্রিজিয়া ফুড প্রোডাক্টসকে এ জরিমানা করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন অধিদপ্তরের কর্মকর্তা আনিছুর রহমান। এছাড়াও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে নগরীর কাপ্তাই রাস্তার মাথা এলাকায় তরমুজ বিক্রির প্রতিষ্ঠান তদারকি করা হয়। তদারকিকালে মূল্যতালিকা সংরক্ষণ না করা, ক্রয় ভাউচার যথাযথভাবে সংরক্ষণ না করার দায়ে মোহাম্মদীয় ফল বিতানকে ১০ হাজার টাকা, চন্দনাইশ ফার্মকে ৭ হাজার টাকা এবং বোয়ালখালী ফল বিতানকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধবিদেশে যাওয়ার অনুমতি খালেদা পাবেন না, আগের অবস্থানেই সরকার
পরবর্তী নিবন্ধবাঁশখালীতে আলোচিত স্বর্ণ ব্যবসায়ী মানিক গ্রেপ্তার