চলে গেলেন বাচিক শিল্পী প্রদীপ ঘোষ

| শনিবার , ১৭ অক্টোবর, ২০২০ at ৫:২২ পূর্বাহ্ণ

চলে গেলেন বিশিষ্ট আবৃত্তিকার, বাচিক শিল্পী প্রদীপ ঘোষ। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল আনুমানিক ৭৫ বছর। গতকাল শুক্রবার ভোর রাতে যোধপুর পার্কে নিজের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। প্রদীপ ঘোষের মৃত্যুর খবরে স্মৃতি ভারাক্রান্ত ব্রততী বন্দ্যোপাধ্যায়, কাজী সব্যসাচী যখন মধ্যগগনে, সেই সময়েই আবৃত্তির দুনিয়ায় তরুণ তুর্কী প্রদীপ ঘোষ। বয়েজ ওন লাইব্রেরি হলে বাবা নিয়ে গিয়েছিলেন তাঁর আবৃত্তি শোনাতে। প্রদীপদার কণ্ঠস্বর, বলার ভঙ্গি, উচ্চারণের স্পষ্টতা আর ব্যক্তিত্ব মুগ্ধ করেছিল। আরও দু’টি জিনিস ওই দিনই আকৃষ্ট করেছিল আমায়, ওঁর ব্যক্তিত্বে মাখামাখি সৌন্দর্য আর এঁকে অটোগ্রাফ দেওয়া।
প্রবীণ বাচিক শিল্পী দেবাশিস বসুর কথায়, একজন সরকারি চাকুরে এতখানি সংস্কৃতিমনস্ক, প্রদীপ ঘোষকে না দেখলে বিশ্বাস করা কঠিন। কাজী সব্যসাচীর পরে তাঁর কণ্ঠে ‘কামাল পাশা’ বা রবীন্দ্রনাথ ঠাকুরের ‘আফ্রিকা’ জনপ্রিয়তার চূড়া স্পর্শ করেছিল। স্ত্রী চলে যাওয়ার পরে মানসিক দিক থেকে একা হয়ে পড়েছিলেন বাচিক শিল্পী। ক্বণন সভাপতি মোসতাক খন্দকার বিশিষ্ট আবৃত্তিশিল্পী প্রদীপ ঘোষের প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন। -আনন্দবাজার পত্রিকা।

পূর্ববর্তী নিবন্ধবিশ্বশান্তি রক্ষায় বাংলাদেশ একটি মডেল : পররাষ্ট্রমন্ত্রী
পরবর্তী নিবন্ধসাক্ষীর অভাবে নিষ্পত্তি কম বাড়ছে মামলার জট