চলে গেলেন কিংবদন্তী ফুটবলার মারাদোনা

আজাদী অনলাইন | বুধবার , ২৫ নভেম্বর, ২০২০ at ১০:৫৯ অপরাহ্ণ

ফুটবলের কিংবদন্তী আর্জেন্টিনার দিয়েগো মারাদোনা ৬০ বছর বয়সে চলে গেছেন না ফেরার দেশে।
এ মাসের শুরুর দিকে তাঁর মস্তিষ্কে রক্ত জমাট বাঁধার কারণে সফল অস্ত্রোপচার হয়েছিল।
আর্জেন্টিনা ১৯৮৬ সালে বিশ্বকাপ জেতার সময় এ মিডফিল্ডার ফুটবলার ছিলেন দলের ক্যাপ্টেন।
চার বিশ্বকাপে ৯১ বার মাঠে নেমে তিনি গোল করেছেন ৩৪টি।
ক্লাব ফুটবলে তিনি খেলেছেন বার্সেলোনা ও নাপোলির হয়েও।
মারাদোনা ১৯৯০ সালে ইতালি বিশ্বকাপেও দলের নেতৃত্ব দেন যেবার ফাইনালে আর্জেন্টিনা হেরে যায় পশ্চিম জার্মানির কাছে। ১৯৯৪ সালেও তিনি যুক্তরাষ্ট্র বিশ্বকাপে দলতে নেতৃত্ব দেন কিন্তু এফিড্রিনের জন্য ড্রাগ টেস্ট পার করতে ব্যর্থ হয়ে দেশে ফিরতে হয় তাঁকে।
তাঁর ক্যারিয়ারের দ্বিতীয়ার্ধে তিনি কোকেইন আসক্তির জন্য টেস্টে পজিটিভ প্রমাণিত হলে ১৯৯১ সালে ১৫ মাসের জন্য নিষিদ্ধ হন।
বিশ্বব্যাপী অগণিত ভক্ত তৈরি করা এই কিংবদন্তী ফুটবলার পেশাদার ফুটবল থেকে অবসর নেন তাঁর ৩৭তম জন্মদিনে ১৯৯৭ সালে।

পূর্ববর্তী নিবন্ধবঙ্গোপসাগরে নিখোঁজ জেলের লাশ পাওয়া গেল ১৯ দিন পর
পরবর্তী নিবন্ধকৌতুক কণিকা