চলাচলের পথ অবমুক্তি প্রসঙ্গে মাননীয় ভূমিমন্ত্রী সমীপে

| মঙ্গলবার , ৬ জুন, ২০২৩ at ৫:৩৩ পূর্বাহ্ণ

যথাবিহীত সম্মানপূর্বক নিবেদন এই যে, আমি মোহন লাল সরকার, জেলাচট্টগ্রাম, থানাহাটহাজারী, গ্রামউত্তর ফতেয়াবাদদক্ষিণ পাহাড়তলী ১ নং ওয়ার্ড চ.সি. কর্পো: নন্দীরহাটবাদামতল গ্রামের একজন স্থায়ী বাসিন্দা। আমি এখানে ৪০ বছর ধরে বসবাস করে আসছি। আমি একজন প্রাথমিক বিদ্যালয়ের অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক (২০০৬)। আমার বসতবাড়ির সামনে সাড়ে তিন গণ্ডার একটা ভিপি জায়গা আছে। যেটা খতিয়ান মতে (হাল সাং ভারত পক্ষে বাংলাদেশ, বি এস দাগ২৭২০/২৭২১, খতিয়ান নং ৩৫১২, মৌজাদক্ষিণ পাহাড়তলী, জে এল৪০, আর এস দাগ৮২৭, খতিয়ান ৪০৭৭। উক্ত ভিপি জায়গাটি জনৈক প্রতিবেশীর ভোগ দখলে রয়েছে। উক্ত প্রতিবেশী সে জায়গাকে কেন্দ্র করে আমার চলাচলের পথ বন্ধ করার জন্য চলাচলের পথে বিভিন্নভাবে প্রতিবন্ধকতা, পরিবারের সদস্যদের নানাভাবে গালিগালাজ ও নানাভাবে হয়রানিসহ, আমার বসত ভিটা থেকে চলে যাওয়ার জন্য দীর্ঘদিন ধরে হুমকি প্রদান করে আসছে। জোরপূর্বক আমার জায়গায় পারিবারিক শ্মশান বানিয়েছে। মহোদয়ের নিকট আকুল আবেদন, জনস্বার্থে চলাচলের রাস্তাটি অবমুক্তি ও উক্ত ভিপি জায়গা দখলমুক্ত করার অনুরোধ করছি।

মোহন লাল সরকার

উত্তর ফতেয়াবাদ,

হাটহাজারী, চট্টগ্রাম।

পূর্ববর্তী নিবন্ধরামেন্দ্রসুন্দর ত্রিবেদী : বিজ্ঞান ও দর্শনবিষয়ক লেখক
পরবর্তী নিবন্ধবজ্রপাত থেকে রক্ষা পেতে জনসচেতনতার বিকল্প নেই