চমেক হাসপাতালে এসি চুরির চেষ্টা হাতেনাতে ধরা কর্মচারীসহ দুইজন

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ২৩ সেপ্টেম্বর, ২০২২ at ৪:২৯ পূর্বাহ্ণ

সার্ভিসিং করার কথা বলে আস্ত এসির (শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র) ইনার পার্ট খুলে নিয়ে যাচ্ছিলেন তারা। তবে শেষ রক্ষা হয়নি। ধরা পড়েছেন হাতেনাতে। গতকাল বিকেলে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে এ ঘটনা ঘটে। গাইনি (৩৩ নং) ওয়ার্ড থেকে এসি চুরি করে নিয়ে যাওয়ার চেষ্টার অভিযোগে মিলন ও নূর হোসেন নামে দুজনকে আটক করা হয়েছে। এর মধ্যে মিলন হাসপাতালের কর্মচারী বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। ঘটনা ও দুজনকে আটকের তথ্য নিশ্চিত করে চমেক হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. শামীম আহসান আজাদীকে বলেন, হাসপাতালের কোনো কিছু অকেজা হলে সেটি সার্ভিসিং বা ঠিক করার দায়িত্ব পিডব্লিউডির। আটক দুজন পিডব্লিউডির কেউ নয়। তারা এসির ইনার পার্ট খুলে নিয়ে যাওয়ার সময় পিডব্লিউডির ওরাই হাতেনাতে তাদের আটক করে। তাদের জিজ্ঞেস করলে সার্ভিসিং করতে নিয়ে যাওয়ার কথা বলে। পরে চুরির বিষয়টি নিশ্চিত হলে তাদের পুলিশের হাতে তুলে দেয়া হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে বলা হয়েছে বলেও জানান চমেক হাসপাতাল পরিচালক।

পূর্ববর্তী নিবন্ধরোহিঙ্গা প্রত্যাবাসনে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
পরবর্তী নিবন্ধচালুর দুদিন পর ফের বিকল ডেমু ট্রেন