চবি উপাচার্যের সঙ্গে ব্যারিস্টার আনিসের সৌজন্য সাক্ষাৎ

| সোমবার , ২৮ সেপ্টেম্বর, ২০২০ at ৫:৩০ পূর্বাহ্ণ

হাটহাজারী৫ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। গতকাল রোববার দুপুর আড়াইটায় উপাচার্যের অফিস কক্ষে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় চবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মাহবুব হারুন চৌধুরী, প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া, প্রফেসর সিরাজ উদ দৌল্লাহ, প্রফেসর ড. আবদুল্লাহ আল ফারুক, প্রফেসর ড. রাহমান নাসির উদ্দিন, হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমীন, উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইউনুস গণি চৌধুরী, ফতেপুর ইউপি চেয়ারম্যান অ্যাড. মোহাম্মদ শামীম, মঞ্জুরুল আলম চৌধুরী, চেয়ারম্যান মঞ্জুর হোসাইন চৌধুরী মাসুদ প্রমুখ উপস্থিত ছিলেন।

এসময় উপাচার্য বিশ্ববিদ্যালয়ের ভৌত অবকাঠামো উন্নয়নসহ সার্বিক উন্নয়নে সাংসদের সুদৃষ্টি কামনা করেন। সাংসদ এতদঅঞ্চলের উচ্চ শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান হিসেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে তার পক্ষ থেকে সকল রকমের সহযোগিতার আশ্বাস প্রদান করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধশেখ হাসিনার হাত ধরে বাংলাদেশ আজ বিশ্বে উন্নয়নের রোল মডেল
পরবর্তী নিবন্ধকৌতুক কণিকা