চবির তিন শিক্ষার্থীকে সিএনজি চালকের মারধর

মূল ফটকে ছাত্রলীগের তালা

চবি প্রতিনিধি | মঙ্গলবার , ১২ এপ্রিল, ২০২২ at ৬:৪৯ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) তিন শিক্ষার্থীকে সিএনজি চালক কর্তৃক মারধরের ঘটনায় বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে তালা দিয়েছে শাখা ছাত্রলীগের একাংশ। এ সময় তারা রাস্তা অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করে। পরে প্রক্টরিয়াল বডি এসে কথা বলে ফটক খুলে দেয়। গতকাল সোমবার সন্ধ্যা সাতটার দিকে এ ঘটনা ঘটে।
জানা যায়, বিকেল সাড়ে চারটায় বিশ্ববিদ্যালয় থেকে নাজিরহাটগামী শাটলে করে রেল ক্রসিংয়ে আসেন দুই শিক্ষার্থী। সেখান থেকে সিএনজি যোগে বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্টে আসলে সিএনজি চালক ৫ টাকার ভাড়া ৩০ টাকা দাবি করে। আর এ বিষয় নিয়ে তর্কাতর্কি হয়। তর্কের এক পর্যায়ে ওই দুই শিক্ষার্থীকে মারধর করে পালিয়ে যায় সিএনজি চালক। মারধরের শিকার তিন শিক্ষার্থী হলেন গণিত বিভাগের ১৮-১৯ সেশনের রাউফুন প্রমাণিক, ফজলে রাব্বি এবং একই সেশনের অর্থনীতি বিভাগের ইফতেখার নাফি।
এ বিষয়ে চবির সহকারী প্রক্টর ড. শহিদুল ইসলাম বলেন, আমরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করেছি। শিক্ষার্থী ও অভিযুক্ত সিএনজি চালকের সাথে কথা বলে বিষয়টি মীমাংসা করার চেষ্টা করব।

পূর্ববর্তী নিবন্ধমা ও মায়ের প্রেমিকের হাতেই নির্যাতিত শিশু
পরবর্তী নিবন্ধনাজিরহাট পৌর কাউন্সিলর হারুন গ্রেপ্তার