চন্দনাইশে ৪ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ১

প্রাইভেট কার জব্দ

চন্দনাইশ প্রতিনিধি | বৃহস্পতিবার , ১৪ অক্টোবর, ২০২১ at ১১:০৭ অপরাহ্ণ

প্রাইভেট কারে করে ইয়াবা পাচারের সময় ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে চন্দনাইশ থানা পুলিশ। এসময় প্রাইভেট কার চালক মো. সোহেলকে (৩৪) গ্রেপ্তার ও প্রাইভেট কারটি জব্দ করা হয়।

আজ বৃহস্পতিবার (১৪ অক্টোবর) ভোরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের গাছবাড়িয়া ফিলিং স্টেশনের সামনে পুলিশ এ অভিযান চালায়।

পুলিশ জানায়, ইয়াবা পাচারের সংবাদ গোপন সূত্রে পেয়ে চন্দনাইশ থানা পুলিশের একটি টিম আজ বৃহস্পতিবার ভোরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের গাছবাড়িয়া ফিলিং স্টেশনের সামনে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি চালায়।

এসময় ভোর ৫টার দিকে চট্টগ্রামমুখী ১টি সাদা রংয়ের প্রাইভেট কারকে(নং-ঢাকা মেট্রো-গ-৩৩-৫০৫১) সিগন্যাল দিয়ে থামানো হয়। পরে ওই প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে বিশেষ ব্যবস্থায় রাখা ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় প্রাইভেট কারের চালক পটুয়াখালী জেলার বাউফল থানার কালিশুরি ইউনিয়নের ৯নং ওয়ার্ড রাজাপুরের মৃত হারুন মৃধার পুত্র মো. সোহেলকে গ্রেপ্তার করা হয়।

চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন সরকার জানান, ইয়াবা উদ্ধারের ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১টি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃত সোহেলকে আজ বৃহস্পতিবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধরোগী-এটেনডেন্টদের জন্য বিনামূল্যে পরিবহন সেবা চালু করল এভারকেয়ার
পরবর্তী নিবন্ধবাঁশখালী‌তে বিদ্যুৎস্পৃষ্টে এসএস‌সি পরীক্ষার্থীর মৃত্যু