চন্দনাইশে ১০ ছিনতাইকারী গ্রেপ্তার

চন্দনাইশ প্রতিনিধি | শুক্রবার , ২৬ মে, ২০২৩ at ৫:৩০ পূর্বাহ্ণ

চন্দনাইশ থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ১০ জন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে। গতকাল বৃহস্পতিবার ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গত বুধবার রাতে উপজেলার দোহাজারী পৌরসভাস্থ পাঠানীপুল ব্রিজের দক্ষিণ পাশ চট্টগ্রামকক্সবাজার জাতীয় মহাসড়কে সানাফ এন্টারপ্রাইজ নামক একটি ব্যবসা প্রতিষ্ঠানের ম্যানেজার আব্দুল জব্বার (২২) ও টেম্পু চালক মো. নাসিরকে (২২) মারধর করে নগদ ২ লাখ টাকা ও মোবাইল ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা। এ ঘটনার সানাফ এন্টারপ্রাইজের মালিক মো. সরোয়ার কামাল (৩৫) বাদি হয়ে ২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর পুলিশ গতকাল বৃহস্পতিবার ভোরে অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত ১ সিএনজি অটোরিকশা চালককে গ্রেপ্তার করে। তার স্বীকারোক্তি মতে বৈলতলী ইউনিয়নের মৃত জসিম উদ্দীনের ছেলে মামলার এজাহারনামীয় আসামি মো. আরিফুল ইসলাম (৩৩) ও দক্ষিণ হাশিমপুর ভান্ডারীপাড়া এলাকার মো. আবু তৈয়বের ছেলে মো. ইসমাইলকে (২২) গ্রেপ্তার করে। পরবর্তীতে তাদের স্বীকারোক্তি মতে ছিনতাই কাজে জড়িত আরো ৮ জনকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হল মো. শাহরিয়ার ইসলাম প্রকাশ জিকু (২২), আজিজুল হাকিম ইমরান (১৯), মো. ইমন (১৯), আজিজুল হক (১৯), ইয়াসিন আরাফাত আকিব (১৯), আরিফুল ইসলাম (২২), আজিজুর রহমান (২২), মো. আরাফাত (৩০)। গ্রেপ্তারকৃত আরিফের কাছ থেকে ছিনতাইয়ের ৮০ হাজার ও অপর ছিনতাইকারীদের কাছ থেকে আরো ২০ হাজারসহ ১ লাখ টাকা উদ্ধার করা হয় এবং একটি সিএনজি অটোরিকশা জব্দ করা হয়। চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনোয়ার হোসেন জানান, আরিফুল ইসলাম নামে এক যুবক সানাফ এন্টারপ্রাইজে চাকুরি করতো। সম্প্রতি সে চাকুরিচ্যুত হওয়ার পর মালিকের সাথে ঝামেলায় জড়ায়। গত ২৪ মে রাতে পাঠানীপুল এলাকায় সানাফ এন্টারপ্রাইজের ম্যানেজার ও টেম্পু চালক আমদানির টাকা তুলে অফিসে নিয়ে আসার সময় রাত সাড়ে ৮টার দিকে আরিফসহ অপর আসামিরা টাকা ছিনতাই করে নিয়ে যায়। এ ঘটনায় থানায় মামলা হওয়ার পর পুলিশ দ্রুত অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত এক সিএনজি চালককে আটক করার পর মূল পরিকল্পনকারী আরিফসহ ১০ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামিদের আজ শুক্রবার আদালতে প্রেরণ করা হবে বলে জানিয়েছেন তিনি।

পূর্ববর্তী নিবন্ধঅ্যাডভোকেট পীযুষ কান্তি চৌধুরীর পরলোকগমন
পরবর্তী নিবন্ধবিজিসি ট্রাস্ট ভার্সিটির আইন বিভাগের শিক্ষার্থীদের কক্সবাজার আদালত পরিদর্শন