চন্দনাইশে শোকদিবসে হামলা মামলায় ১৪ আসামীর জামিন

চন্দনাইশ প্রতিনিধি | বুধবার , ৮ সেপ্টেম্বর, ২০২১ at ৯:১৫ অপরাহ্ণ

চন্দনাইশে ১৫ আগস্ট জাতীয় শোকদিবস ও ২১ আগস্ট গ্রেনেড হামলায় শাহাদাত বরণকারীদের স্মরণে আয়োজিত শোকসভায় হামলার ঘটনায় চন্দনাইশ থানায় পাল্টাপাল্টি মামলা দায়ের করা হয়। এরমধ্যে ১টি মামলায় ১৪ জন আসামী আজ বুধবার (৮ সেপ্টেম্বর) জামিন লাভ করেছে।

জামিনে মুক্তি পাওয়া ১৪ জন আসামী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সানজিদা জিহানের আদালতে আত্মসমর্পণ করলে আদালত এ আদেশ দেয়।

এদিকে, উক্ত মামলার ১নং আসামী কেন্দ্রীয় যুবলীগের সাবেক সদস্য গিয়াস উদ্দিন সুজনকে ইতিমধ্যে গ্রেপ্তার দেখানো হয়েছে। তিনি গত ৩ সেপ্টেম্বর ঢাকা থেকে আটক হয়েছিলেন।

এ মামলায় জামিনে মুক্তি পাওয়া ১৪ আসামীরা হলো মাইনুর রহমান আসিফ (৩২), মো. সেলিম (৪২), আজিজুর রহমান (২৯), আবদুল জলিল (৫১), সাইদুল ইসলাম শাওন (২৫), মো. সাইমন (২৩), আবুল কাশেম (৩৫), মো. মুছা (৫০), মো. সেলিম (৪৫), মো. ওসমান (৪২), নুরুল ইসলাম প্রকাশ রানা (৪৫), লোকমান হাকিম (৪৪), মাহাবুবুল আলম বাবুল (৫৫), আলম (৪৫)।

উল্লেখ্য, গত ৩০ আগস্ট বিকেলে হাশিমপুর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে জাতীয় শোকদিবসের আলোচনা সভা চলাকালে সন্ধ্যা ৭ দিকে অনুষ্ঠানস্থলে হঠাৎ উত্তেজনা ছড়িয়ে পড়ে। এসময় বেশ কয়েক রাউন্ড ফাঁকাগুলি বর্ষণ, ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে কয়েকজন নেতাকর্মী আহত হয়। উক্ত ঘটনায় ছাত্রলীগ নেতা আবুল ফয়সাল বাদি হয়ে গত ২ সেপ্টেম্বর ২১ জনকে আসামী করে এ মামলাটি দায়ের করেন।

এর আগে গত ১ সেপ্টেম্বর সন্ধ্যায় কেদ্রীয় আওয়ামী যুবলীগের সাবেক সদস্য গিয়াস উদ্দিন সুজন বাদী হয়ে ১০ জনের নাম দিয়ে অপর ১টি মামলা দায়ের করেন।

পূর্ববর্তী নিবন্ধবলাৎকার করে ১০ টাকা দেয় কাউকে না বলার জন্য
পরবর্তী নিবন্ধপাথরঘাটায় চুরি হওয়া স্বর্ণালংকার-ল্যাপটপ কর্ণফুলী থেকে উদ্ধার