চন্দনাইশে ধান চাল সংগ্রহ কার্যক্রম উদ্বোধন

চন্দনাইশ প্রতিনিধি | শনিবার , ২২ মে, ২০২১ at ৬:৩১ পূর্বাহ্ণ

চন্দনাইশে চলতি বোরো মৌসুমের ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। গত বৃহস্পতিবার সকালে উপজেলার দোহাজারী খাদ্য গুদামে এ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহফুজা জেরিন। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক প্রমিত কুমার চাকমার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খাদ্য পরিদর্শক এরশাদ হোসেন, সাবেক চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বেগ, উপজেলা কৃষকলীগ সভাপতি মাস্টার হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক নবাব আলী, সাবেক ইউপি সদস্য মো. শাহ আলম, এসএম জামাল উদ্দিন, শহিদুল কবির শাহীন, মোহাম্মদ ফোরকান, মনছুর প্রমুখ।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মিত কুমার চাকমা জানান, এ পর্যন্ত ৯৬০ জন কৃষকের তালিকা পেয়েছি। এবার ২৯৭ মেট্রিক টন বোরো ধান এবং ৮৪ মেট্রিক টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। প্রতি কেজি ধান ২৭ টাকা এবং আতপ চাল ৩৯ টাকা কেজি করে ক্রয় করা হবে। শতভাগ স্বচ্ছতার মাধ্যমে কৃষকদের কাছ থেকে ধান-চাল সংগ্রহের আহ্বান জানান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহফুজা জেরিন।

পূর্ববর্তী নিবন্ধদুস্থদের মাঝে গীতাঞ্জলি মাতৃ সম্মিলনীর উপহার বিতরণ
পরবর্তী নিবন্ধকাথরিয়ায় দুস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ