চন্দনাইশে কৃষকলীগের ৫ হাজার চারা বিতরণ

চন্দনাইশ প্রতিনিধি | শুক্রবার , ২৩ সেপ্টেম্বর, ২০২২ at ৫:০১ পূর্বাহ্ণ

চন্দনাইশ উপজেলা কৃষকলীগের উদ্যোগে ও চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের অধীন দোহাজারী রেঞ্জ অফিসের সহযোগিতায় কৃষক ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষের কাছে প্রায় ৫ হাজার গাছের চারা বিতরণ ও রোপণ করা হয়। গত বুধবার সকালে উপজেলা সদরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চারা বিতরণের উদ্বোধন করেন চট্টগ্রাম-১৪ আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলাম চৌধুরী।
তিনি বলেন, বৃক্ষ আমাদের অক্সিজেন দেয়ার পাশাপাশি খাদ্য ও আর্থিকভাবে সহায়তা দেয়। তাই আমরা সবাই মিলে বৃক্ষরোপণ করে দেশের পরিবেশকে রক্ষা করি, নিজেরা লাভবান হই। উপজেলা কৃষকলীগের সভাপতি হুমায়ুন কবিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নবাব আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. আবদুল জব্বার চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা নাছরীন আক্তার, দক্ষিণ জেলা কৃষকলীগের সভাপতি আতিকুর রহমান চৌধুরী, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনোয়ার হোসেন, পৌরসভা আ. লীগের আহ্বায়ক এম. কায়সার উদ্দীন চৌধুরী, কৃষি কর্মকর্তা স্মৃতি রানী সরকার, বনবিভাগ দোহাজারী রেঞ্জার সিকদার আতিকুর রহমান, মো. আবদুল আলীম, খোরশেদ বিন ইসহাক, আবদুল শুক্কুর, এসএম সায়েম, আহমদুর রহমান, সেলিম উদ্দীন, শহিদুল কবির শাহীন, মোজাফফর আহম্মদ চৌধুরী, খোরশেদ উদ্দীন মিন্টু, মৌলানা আবুল কাশেম নুরী, পারভেজ উদ্দিন গাজী, হাজী হারুন, মামুনুর রশিদ, মফিজ উদ্দীন, শুভাশীষ বড়ুয়া, আহমদ কবির, গোলাম মোস্তফা রাসেল প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসুস্থ সবল শিশুর জন্য মায়ের দুধের কোনো বিকল্প নেই
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে নতুন ১২ জনের করোনা শনাক্ত