চন্দনাইশে করোনা আক্রান্তের সংখ্যা উর্ধ্বমুখী

১ দিনে ১৩ জনের নমুনা পরীক্ষায় ৮ জন পজিটিভ

চন্দনাইশ প্রতিনিধি | শনিবার , ৩ জুলাই, ২০২১ at ৮:২৩ অপরাহ্ণ

চন্দনাইশে করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। আজ শনিবার (৩ জুলাই) চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সে ১৩ জনের নমুনা সংগ্রহ করা হয়। সেখান থেকে ৮ জনের করোনা পজিটিভ রিপোর্ট আসে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শাহিন হোসাইন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, “সারাদেশে করোনা আক্রান্তের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এ অবস্থায় সরকার গত ১ জুলাই থেকে ৭ দিনের কঠোর লকডাউন ঘোষণা করলেও মানুষ ঘরে থাকছে না। ফলে করোনা আক্রান্তের সংখ্যা উর্ধ্বমুখী। এ অবস্থায় সরকারি নির্দেশনা মেনে সবাইকে ঘরে থাকার আহ্বান জানান তিনি।
জরুরি প্রয়োজনে ঘর থেকে বের হলেও মুখে মাস্ক পরার এবং যথাযথ সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ জানান তিনি।
তিনি বলেন, “সরকার হতদরিদ্রদের জন্য বিনামূল্যে করোনা টেস্টের সুযোগ করে দিয়েছেন। সুতরাং করোনা উপসর্গ দেখা দিলে বিনামূল্যে করোনা টেস্ট করা যাবে।”
এদিকে, সরকারিভাবে কঠোর লকডাউন ঘোষণার পর থেকে লকডাউন বাস্তবায়নে মাঠ পর্যায়ে অভিযান অব্যাহত রেখেছে উপজেলা প্রশাসন।
অভিযানে জরিমানা আদায় করা হলেও মানুষের মাঝে সচেতনতা তেমন দেখা যাচ্ছে না।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম বলেন, “মানুষের মাঝে সচেতনতার একটু অভাব আছে। আমরা সাধারণ মানুষকে সচেতন করতে উপজেলাব্যাপী মাইকিং করছি। সচেতনতামুলক অভিযানের পাশাপাশি মাস্ক বিতরণ করছি। এছাড়া সেনাবাহিনী ও পুলিশি অভিযানও অব্যাহত আছে।”
এ অবস্থায় মানুষকে ঘরে থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, “সংক্রমণ থেকে বাঁচতে জনসচেতনতার কোনো বিকল্প নেই।”

পূর্ববর্তী নিবন্ধ“চাইলে আপনাকে জেল দিতে পারি, তা করলাম না, এক হাজার টাকা জরিমানা দেন”
পরবর্তী নিবন্ধটাঙ্গাইলে চট্টগ্রামের ৩ নারীর মর্মান্তিক মৃত্যু (ভিডিও দেখুন)