চট্টগ্রাম সিটি মেয়র সমীপে

| সোমবার , ১৩ সেপ্টেম্বর, ২০২১ at ৬:০৩ পূর্বাহ্ণ

গত ২৫ আগস্ট চট্টগ্রামের মুরাদপুরে জলাবদ্ধতায় সৃষ্ট পানির স্রোতে নালায় তলিয়ে যাওয়া নিখোঁজ চকবাজারের সবজি বিক্রেতা সালেহ আহমদের নির্মম ঘটনা আমাদের সবাইকে কাঁদিয়েছে। সিডিএ, চট্টগ্রাম সিটি করপোরেশনসহ কর্তৃপক্ষের খেয়ালিপনা, দায়িত্বহীনার কারণই এমন নির্মম ঘটনা সৃষ্টি করেছে। পানিতে তলিয়ে যাওয়ার ঘটনা জানাজানির পরও কর্তৃপক্ষ তৎপর না হওয়ায় এখনও সালেহ আহমেদের দেহ পাওয়া যায় নি। এদিকে সালেহ আহমদের অসহায় পরিবারের কথা কে ভাবছে তা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে। স্ত্রী, পুত্র সন্তান ও কন্যা সন্তান নিয়েই ছিলো সালেহ আহমদের পরিবার। এখন পরিবারের একমাত্র পুত্র সন্তান ছাদেক উল্লাহ মাহিনের উপরই নির্ভর করছে পুরো পরিবারের ভরণপোষণ। সংবাদমাধ্যমের কল্যাণে জানতে পেরেছি, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র মহোদয় মাহিনের চাকরির জন্য আশ্বাস দিয়েছেন। এজন্য মেয়রকে ধন্যবাদ। কিন্তু আশ্বাসটা যেন আশ্বাসেই থেমে না থাকে। সালেহ আহমদের কর্তাবিহীন অসহায় পরিবারের কথা বিবেচনা করে, অতিদ্রুত তিনি যেন তার সন্তান মাহিনের জন্য চাকরির ব্যবস্থা করেন। সাথে রাষ্ট্রীয় আইনে পরিবারের যা যা প্রাপ্য তা পূরণের জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। এটি দয়া নয়, রবং কর্তৃপক্ষের দায়বদ্ধতা।
এম. নাজমুল হক চৌধুরী, শিক্ষার্থী, নর্থ সাউথ ইউনিভার্সিটি, চট্টগ্রাম।

পূর্ববর্তী নিবন্ধএই দিনে
পরবর্তী নিবন্ধজীবন সুন্দর, নিজেকে জানতে হবে আর ভালোবাসতে হবে