চট্টগ্রাম থেকে সাত জোড়া ট্রেন চলবে আজ

আজাদী প্রতিবেদন | সোমবার , ২৪ মে, ২০২১ at ৬:০২ পূর্বাহ্ণ

করোনার সংক্রমণ ঠেকাতে দীর্ঘদিন বন্ধ থাকার পর আজ সোমবার থেকে আবার অর্ধেক আসন ফাঁকা রেখে ট্রেন চলাচল শুরু হচ্ছে। গতকাল রেল ভবন থেকে এই নির্দেশনা আসার পর ট্রেন চলাচলের জন্য পূর্বের মতো কর্মতৎপরতা শুরু হয়েছে। প্রাণ চাঞ্চল্য ফিরে এসেছে চট্টগ্রাম স্টেশনে। চট্টগ্রাম থেকে আজ সাত জোড়া ট্রেন চলাচল করবে।
রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় পরিবহন কর্মকর্তা স্নেহাশীষ দাশগুপ্ত আজাদীকে জানান, স্বাস্থ্যবিধি মেনে আজ সোমবার থেকে ৯ জোড়া ট্রেন চলাচলের কথা থাকলেও সুবর্ণ ও পাহাড়িকার সাপ্তাহিক বন্ধ থাকায় ৭ জোড়া ট্রেন চলাচল করবে। এজন্য আমরা প্রস্তুতি নিয়েছি। প্রথমে সকাল ৭টা ২০ মিনিটে ময়মনসিংহগামী বিজয় এক্সপ্রেস চট্টগ্রাম স্টেশন ছেড়ে যাবে। এরপর যাবে সাগরিকা। এরপর কর্ণফুলী, মহানগর গোধূলি, চাঁদপুরগামী মেঘনা এক্সপ্রেস এবং সর্বশেষ রাতে যাবে তূর্ণা নিশিতা। নোয়াখালী থেকে ছাড়বে উপকূল এক্সপ্রেস। রাতে সিলেট থেকে ছাড়বে উদয়ন এক্সপ্রেস।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে প্রস্তুত ৫শ আশ্রয়কেন্দ্র
পরবর্তী নিবন্ধপাসপোর্ট থেকে ইসরায়েল প্রসঙ্গ বাদ দেওয়ায় ফখরুলের প্রশ্ন