চট্টগ্রাম কারাগারে প্রথম দিনে টিকা পেয়েছেন ৬৭০ কারাবন্দি

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ১০ ডিসেম্বর, ২০২১ at ৬:৩২ পূর্বাহ্ণ

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বন্দিদের করোনার টিকা দেওয়া কার্যক্রম শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার প্রথমদিন ৬৭০ জন কারাবন্দি ফাইজার টিকা নিয়েছেন। পর্যায়ক্রমে বাকিদেরও টিকার আওতায় আনা হবে। জেলার দেওয়ান মোহাম্মদ তারিকুল ইসলাম আজাদীকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলে টিকাদান কার্যক্রম। কারাঅভ্যন্তরের দুটি কক্ষে স্থাপিত ৮টি বুথে হাজির হয়ে বন্দিরা এ টিকা নিয়েছেন। প্রতিদিন সর্বনিম্ন ৫০০ জনকে টিকা দেয়া হবে। পর্যায়ক্রমে ৮ হাজার বন্দি সবাই টিকা পাবেন। কারাবন্দিদের টিকাদানের এ কাজটি তত্ত্বাবধান করছেন সিভিল সার্জন অফিস। টিকাদান কর্মসূচি উদ্ভোধন করেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক হাসান শাহরিয়ার। উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা সেলিম আকতার চৌধুরী, সিভিল সার্জন মো. ফজলে রাব্বি, ডিআইজি (প্রিজন) একেএম ফজলুল হক, সিনিয়র জেল সুপার মো. শফিকুল ইসলাম খান ও জেলার দেওয়ান মো. তারিকুল ইসলাম।

পূর্ববর্তী নিবন্ধশিখা প্রজ্বলন ও স্মৃতিচারণ অনুষ্ঠান উদ্বোধন আজ
পরবর্তী নিবন্ধএডভোকেট এবিএম ফজলে রশীদ চৌধুরী হিরুর মৃত্যুবার্ষিকী আজ