চট্টগ্রামে ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৫৭ জন

আজাদী অনলাইন | শুক্রবার , ৮ জুলাই, ২০২২ at ২:১৪ অপরাহ্ণ

গত ২৪ ঘণ্টায় ৪৫৮টি নমুনা পরীক্ষা করে ৫৭ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১২.৪৪ শতাংশ।

শুক্রবার (৮ জুলাই) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, অ্যান্টিজেন টেস্টসহ চট্টগ্রামের ১২টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়েছে।

নতুন আক্রান্ত ৪৪ জন নগর এলাকার এবং ১৩ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। এখন পর্যন্ত চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ২৭ হাজার ৬৬৪ জন। এর মধ্যে নগরে ৯৩ হাজার ২ জন এবং উপজেলায় ৩৪ হাজার ৬৬২ জন। মোট মৃত্যুবরণকারী ১ হাজার ৩৬৫ জনের মধ্যে ৭৩৫ জন নগরের এবং ৬৩০ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

পূর্ববর্তী নিবন্ধজাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবেকে গুলি
পরবর্তী নিবন্ধশেষ মুহূর্তে চট্টগ্রাম বাস ও রেলস্টেশনে ঘরমুখো মানুষের ভিড়