চট্টগ্রামে রোপা আমন ও শীতকালীন সবজির ক্ষতি

প্রকৃত চিত্র পাওয়া যাবে দুয়েক দিনের মধ্যে

আজাদী প্রতিবেদন | বুধবার , ২৬ অক্টোবর, ২০২২ at ৫:২৩ পূর্বাহ্ণ

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে চট্টগ্রামের ১৫ উপজেলায় রোপা আমনসহ শীতকালীন সবজির ক্ষয়ক্ষতি হওয়ার খবর পাওয়া গেছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে গত সোমবার দিনভর ঝড়ো হাওয়া আর মুসলধারে বৃষ্টিতে বাঁশখালী, সীতাকুণ্ড, আনোয়ারাসহ ১৫ উপজেলায় রোপা আমনের ক্ষতি হয়েছে।
চট্টগ্রাম জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে, জেলার ১৫ উপজেলায় প্রায় ১৪৮২ হেক্টর জমির রোপণকৃত আমন ফসল তলিয়ে গেছে। ভারী বর্ষণ ও দমকা হওয়ায় হেক্টরের পর হেক্টর ফসল জমিতে হেলে পড়েছে। একই সাথে শীতের আগাম সবজিও ক্ষতির মুখে পড়েছে। ৩৬৪ হেক্টর জমির শীতকালীন সবজি ক্ষতি হয়েছে। ক্ষয়ক্ষতির হিসাব নিরূপণে মাঠে কাজ করছে কৃষি বিভাগ। চট্টগ্রাম জেলা কৃষি সম্প্রসারণ অধিপ্তরের উপপরিচালক মো. আক্তারুজ্জামান আজাদীকে বলেন, ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে চট্টগ্রামে ফসলের তেমন বেশি ক্ষয়ক্ষতি হয়নি। প্রত্যেক উপজেলা থেকে রিপোর্ট নিয়ে আমরা একটি ক্ষয়ক্ষতির রিপোর্ট তৈরি করেছি।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, চট্টগ্রামে ১৫ উপজেলায় ১ লাখ ৭৯ হাজার ৬৩৮ হেক্টর জমিতে আমন চাষ করা হয়েছে। এর মধ্যে গত সোমবার রাতে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে ১৪৮২ হেক্টর জমির রোপা আমন বাতাসে পড়ে নষ্ট হয়েছে। এছাড়া ৮ হাজার ১৫১ হেক্টর শীতকালীন সবজির মাঠের মধ্যে অন্তত ৩৬৪ হেক্টর জমির সবজি পড়ে নষ্ট হয়ে গেছে। আমনের বেশি ক্ষতি হয়েছে বাঁশখালী উপজেলায়। মোট ক্ষতির ১৪৮২ হেক্টর আমনের মধ্যে ৮০০ হেক্টর ক্ষতি হয়েছে বাঁশখালীতে। এরপর সীতাকুণ্ডে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। আনোয়ারায় শক্সখ নদীর উপকূলীয় এলাকায় ১৫০ হেক্টর জমির সবজি ক্ষতি হয়েছে। বোয়ালখালীতে ২৫ হেক্টর জমির সবজি ক্ষতি হয়েছে। তবে ক্ষয়ক্ষতির সঠিক হিসাব নিরূপণে মাঠে কাজ করছেন কৃষি বিভাগের মাঠ কর্মীরা। দুয়েক দিনের মধ্যে ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র পাওয়া যাবে।

পূর্ববর্তী নিবন্ধমেরিন ড্রাইভ সড়কে ভাঙন
পরবর্তী নিবন্ধ৭৮৬