চট্টগ্রামে নিহত ৬ আহত ২৬

ঈদের ছুটিতে সড়ক দুর্ঘটনা

আজাদী প্রতিবেদন | শনিবার , ৭ মে, ২০২২ at ৬:৩৩ পূর্বাহ্ণ

নির্বিঘ্নে ঈদ উদযাপনের মধ্যে বেড়েছে সড়ক দুর্ঘটনাও। ঈদের আগে ও পরে মোট পাঁচদিনে সড়কে প্রাণ ঝরেছে অন্তত ৬৫ জনের। অনেকের ঈদের আনন্দ ম্লান হয়েছে প্রিয়জনের মৃত্যুর খবর শুনে। এ বছর সবচেয়ে বেশি প্রাণ গেছে মোটরসাইকেল দুর্ঘটনায়। সড়ক দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের ৪৮ শতাংশই ছিল মোটরসাইকেলের চালক, নয়তো আরোহী। মোটরসাইকেলের এসব দুর্ঘটনা বেশি ঘটেছে টাঙ্গাইল, পঞ্চগড়, ময়মনসিংহ, বরিশাল, পাবনা, সিরাজগঞ্জ, দিনাজপুরসহ দেশের আরও কয়েকটি জেলায়। চট্টগ্রামেও এই সময়ে সড়ক দুর্ঘটনায় ছয় জন নিহত ও ২৬ জন আহত হয়েছে।

ঈদের ছুটি শুরু হয় ১ মে থেকে। অন্যবারের চেয়ে স্বস্তি ছিল এবারের ঈদ যাত্রায়। মহাসড়কগুলোতে তেমন কোনো দুর্ভোগ পোহাতে হয়নি। ছুটি শুরুর দিন সড়কে তেমন প্রাণ ঝরেনি। শুধুমাত্র নগরীর আকবরশাহ থানাধীন কালুশাহ বাইপাস সংলগ্ন এলাকায় সড়ক দুর্ঘটনায় এক সিএনজি টেঙিচালক নিহত হয়েছেন। তার নাম রাজু দাশ (৪০)

তবে ঈদের পরদিন বুধবার (৪ মে) সকালে মিরসরাইয়ে ঢাকাচট্টগ্রাম মহাসড়কে স্বাধীন বাংলা পরিবহনের যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকের ওপর উল্টে পড়ে দুই যাত্রী নিহত হন। এছাড়া ৯ জন আহত হয়েছেন। সকাল পৌনে ১০টার দিকে ঢাকাচট্টগ্রাম মহাসড়কে মিরসরাই উপজেলার ছোট কমলদহ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কুমিল্লার দাউদকান্দি উপজেলার হুমায়ুন কবিরের ছেলে মো. ফয়সাল (১৯) ও পটিয়া উপজেলার মুজাফফরাবাদ গ্রামের স্বপন আচার্যের ছেলে শান্ত আচার্য (২৩)

ঈদের ছুটিতে কঙবাজার ঘুরতে যাওয়ার পথে চকরিয়ায় বাস উল্টে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ যাত্রী। চট্টগ্রামকঙবাজার মহাসড়কের চকরিয়া কলেজের সামনে বুধবার সকাল সাড়ে ১০টার দিকে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে উল্টে যায়। চিরিঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক জাহাঙ্গীর আলম প্রত্যক্ষদর্শীদের বরাতে বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা শ্যামলী পরিবহনের বাসটি কঙবাজার যাচ্ছিল। পথে চকরিয়া কলেজের সামনের সড়কের বাঁক ঘুরতেই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পাশের খাদে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই শারমিন নামে এক যাত্রী নিহত হন। গুরুতর আহত ১০ যাত্রীকে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।

৫ মে পটিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও সাতজন আহত হওয়ার ঘটনা ঘটেছে। দুপুর সাড়ে ১২টার দিকে পটিয়াস্থ চট্টগ্রামকঙবাজার মহাসড়কের জলুয়ার দিঘির পাড় এলাকায় সিএনজি টেঙিবাসের মুখোমুখি সংঘর্ষে রণধীর বড়ুয়া (৬৭) নামে এক ব্যক্তি নিহত ও দুজন আহত হন। নিহত রনধীর বড়ুয়া পাশ্ববর্তী চন্দনাইশ উপজেলার মধ্যম জোয়ারা বড়ুয়া পাড়ার বাসিন্দা। একই দিন সকাল ১১টার দিকে পটিয়ার ঈশ্বরখাইন এলাকায় অপর একটি সড়ক দুর্ঘটনায় দুই সিএনজি টেঙির মুখোমুখি সংঘর্ষে পাঁচজন আহত হন।

মিরসরাইয়ে গতকাল শুক্রবার বেলা ১২টায় রাস্তা পার হতে গিয়ে বাসের ধাক্কায় মোমিন উল্লাহ (৭৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে যুবলীগের পদ প্রত্যাশীরা তদ্বিরে ব্যস্ত
পরবর্তী নিবন্ধমাঝারি বৃষ্টিতে জলজট