চট্টগ্রামে নতুন নোট পাওয়া যাবে যেসব ব্যাংকে

বিতরণ ৩১ মার্চ থেকে

| শুক্রবার , ২৯ মার্চ, ২০২৪ at ৫:২২ পূর্বাহ্ণ

আসন্ন পবিত্র ঈদউলফিতর উপলক্ষে বাংলাদেশ ব্যাংক, চট্টগ্রাম কর্তৃক চট্টগ্রাম অঞ্চলের জনসাধারণের মাঝে নতুন নোট ও মুদ্রা বিনিময়ের কর্মসূচী গ্রহণ করা হয়েছে। আগামী ৩১ মার্চ থেকে ৯ এপ্রিল পর্যন্ত ৭ (সাত) কর্মদিবসব্যাপী প্রতিদিন সকাল সাড়ে নয়টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত বাণিজ্যিক ব্যাংকের ২৫টি শাখার মাধ্যমে জনপ্রতি ১০০/-, ৫০/-, ২০/-, ১০/- ও ৫/- মূল্যমানের এক প্যাকেট করে সর্বমোট আঠার হাজার পাঁচশত টাকা হারে নতুন নোট বিনিময়ের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। বিনিময়কালে কেউ ইচ্ছা করলে কাউন্টার থেকে পরিমাণ নির্বিশেষে যে কোনো মূল্যমানের ধাতব মুদ্রাও গ্রহণ করতে পারবেন। নতুন নোট বিনিময়ের জন্য নির্ধারিত ব্যাংক শাখাসমূহ হলোআইএফআইসি ব্যাংক পিএলসি (শেখ মুজিব রোড শাখা), পূবালী ব্যাংক পিএলসি (পাহাড়তলী শাখা), এবি ব্যাংক পিএলসি (ইপিজেড শাখা), ন্যাশনাল ব্যাংক লিমিটেড (চকবাজার শাখা), ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি (বহদ্দারহাট শাখা), ইষ্টার্ণ ব্যাংক পিএলসি (খুলশী শাখা), ন্যাশনাল ক্রেডিট এন্ড কমার্স ব্যাংক পিএলসি (মাঝিরঘাট শাখা), প্রাইম ব্যাংক পিএলসি (লালদীঘি শাখা), সাউথইস্ট ব্যাংক পিএলসি (হালিশহর শাখা), ঢাকা ব্যাংক পিএলসি (হাটহাজারী শাখা), আলআরাফাহ্‌ ইসলামী ব্যাংক পিএলসি (স্টেশন রোড শাখা), মিডল্যান্ড ব্যাংক লিমিটেড (চৌধুরীহাট শাখা), দি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড (. আর, নিজাম রোড শাখা), ব্যাংক এশিয়া লিমিটেড (চাকতাই শাখা), দি ট্রাস্ট ব্যাংক লিমিটেড (জুবিলী রোড শাখা), ওয়ান ব্যাংক পিএলসি (আন্দরকিল্লা শাখা), রূপালী ব্যাংক পিএলসি (মহিলা শাখা, কাজির দেউড়ি), যমুনা ব্যাংক লিমিটেড (কদমতলী শাখা), ব্র্যাক ব্যাংক পিএলসি (মুরাদপুর শাখা), শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি (বন্দরটিলা শাখা), বেসিক ব্যাংক লিমিটেড (পাহাড়তলী শাখা, .কে. খান মোড়), দি সিটি ব্যাংক লিমিটেড (কালুরঘাট শাখা, রাস্তার মাথা), এক্সিম ব্যাংক লিমিটেড (জামালখান রোড শাখা), ইউনাইটেড কর্মাশিয়াল ব্যাংক লিমিটেড (কর্ণফুলী শাখা), মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (অক্সিজেন মোড় শাখা)। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধএকটি ফেরি, অনেক দুর্ভোগ
পরবর্তী নিবন্ধস্টেশন রোডে ব্যানার টাঙিয়ে মুসল্লিদের ক্ষোভ