চট্টগ্রামে করোনা শনাক্ত ২৭ হাজার ছুঁইছুঁই

আজাদী প্রতিবেদন | বুধবার , ৯ ডিসেম্বর, ২০২০ at ৬:২৫ পূর্বাহ্ণ

চট্টগ্রামে ১ হাজার ৬৬১টি নমুনা পরীক্ষায় সোমবার নতুন করে আরো ২১৩ জনের শরীরে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। হিসেবে ১২.৮২ শতাংশ নমুনায় করোনা পজেটিভ পাওয়া গেছে এদিন। এ নিয়ে চট্টগ্রামে করোনা সংক্রমিত শনাক্তের সংখ্যা ২৭ হাজার ছুঁইছুঁই। সোমবার পর্যন্ত সংক্রমিত শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৬ হাজার ৮৫৬ জনে। এর মধ্যে আক্রান্তদের মাঝে আগের ২৪ ঘণ্টায় আরো ১ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে সিভিল সার্জন কার্যালয়। সবমিলিয়ে এ পর্যন্ত আক্রান্ত ৩২৫ জনের মৃত্যু হয়েছে চট্টগ্রামে।
সিভিল সার্জন কার্যালয়ের তথ্য মতে- সোমবার ১ হাজার ৬৬১টিসহ এ পর্যন্ত মোট ১ লাখ ৭৬ হাজার ৭৯৪ টি নমুনা পরীক্ষা হয়েছে চট্টগ্রামে। এর মধ্যে করোনা পজেটিভ শনাক্ত হয়েছে ২৬ হাজার ৮৫৬ জনের। হিসেবে চট্টগ্রামে করোনা শনাক্তের গড় হার ১৫.১৯ শতাংশ। নতুন ২৫৬ জনসহ এ পর্যন্ত ২৫ হাজার ২২ জন রোগী সুস্থ হয়েছেন বলেও জানিয়েছে সিভিল সার্জন কার্যালয়। হিসেবে আক্রান্তদের ৯৩.১৭ শতাংশ সুস্থ হয়ে উঠেছেন। সোমবার চট্টগ্রামে শনাক্ত ২১৩ জনের মধ্যে ১৮০ জন মহানগরীর এবং ৩৩ জন উপজেলা পর্যায়ের বাসিন্দা। চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি আজাদীকে এ তথ্য নিশ্চিত করেছেন।

পূর্ববর্তী নিবন্ধসারাদেশে মৃত্যু বেড়ে ৬৯০৬
পরবর্তী নিবন্ধনামে আংশিক মিল কারাগারে নিরীহ ব্যক্তি