চট্টগ্রামে করোনায় আরও ১ জনের মৃত্যু, আক্রান্ত ৯

আজাদী অনলাইন | মঙ্গলবার , ২৬ অক্টোবর, ২০২১ at ১২:৪০ অপরাহ্ণ

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১ হাজার ৩৭৪টি নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ৯ জনের। নমুনা পরীক্ষার তুলনায় সংক্রমণের হার শূন্য দশমিক ৬৫ শতাংশ। এইদিন করোনায় একজন মারা গেছেন।

মঙ্গলবার (২৬ অক্টোবর) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, এইদিন চট্টগ্রামে অ্যান্টিজেন টেস্ট সহ ১১টি ল্যাবে নমুনা পরীক্ষা হয়। নতুন আক্রান্ত হওয়া ৯ জনের মধ্যে ৬ জন নগরের এবং ৩ জন বিভিন্ন উপজেলা এলাকার বাসিন্দা।-বাংলানিউজ

এখন পর্যন্ত চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ২ হাজার ১৭২ জন। এর মধ্যে নগরের ৭৩ হাজার ৯৩৮ জন এবং বিভিন্ন উপজেলার ২৮ হাজার ২৩৪ জন। এ ছাড়া মোট মারা যাওয়া ১ হাজার ৩২১ জনের মধ্যে ৭২১ জন নগরের এবং ৬০০ বিভিন্ন উপজেলার বাসিন্দা।

পূর্ববর্তী নিবন্ধনয়াপল্টনে পুলিশ-বিএনপি ধাওয়া-পাল্টা ধাওয়া, লাঠিচার্জ
পরবর্তী নিবন্ধবহদ্দারহাট ফ্লাইওভার : পিলারের ফাটল দেখে হতবাক মেয়র