চট্টগ্রামে এশিয়ান মেডিকেল সেন্টার উদ্বোধন

| মঙ্গলবার , ২৩ এপ্রিল, ২০২৪ at ১০:৪৭ পূর্বাহ্ণ

চট্টগ্রামের একমাত্র ডিজিটাল এবং আধুনিক যন্ত্রপাতি সমৃদ্ধ এশিয়ান মেডিকেল সেন্টার গত ২০ এপ্রিল সন্ধ্যায় নগরীর প্রাণকেন্দ্র চট্টগ্রাম মেডিকেলের সন্নিকটে নিজস্ব ভবনে উদ্বোধন করা হয়েছে। এশিয়ান মেডিকেল সেন্টারের চেয়ারম্যান সালাউদ্দীন আলীর সভাপতিত্বে ও প্রতিষ্ঠানের ভাইস চেয়ারম্যান মোজাহের ইসলামের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠান ও ফিতা কাটার মধ্যদিয়ে প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন পররাষ্ট্র মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, আমাদের সরকার স্বাস্থ্যসেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেয়ার লক্ষ্যে গত প্রায় ১৫ বছরে সরকারি বেসরকারি বহু মেডিকেল কলেজ স্থাপিত হয়েছে। সারাদেশে প্রায় ১২ হাজার কমিউনিটি ক্লিনিক চালু আছে। প্রতি ছয় হাজার মানুষের জন্য একটি করে কমিউনিটি ক্লিনিক। এসব কমিউনিটি ক্লিনিকে ৩০ প্রকারের ওষুধ বিনামূল্যে সরবরাহ করা হয়। প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এসব কমিউনিটি ক্লিনিক স্থাপিত হয়েছে। স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে গেছে বিধায় স্বাধীনতার পর আমাদের গড় আয়ু যেখানে ছিল ৩৯ বছর সেটি এখন ভারত পাকিস্তানকে ছাড়িয়ে ৭৩ বছরে উন্নীত হয়েছে। এ সময় অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন শহীদুল ইসলাম চৌধুরী, রফিকুল আলম, মোঃ শাহবুদ্দীন, মোঃ আখতার হোসেন, আব্দুল কাদের, মোঃ মামুন উদ্দিন, সৌরভ হোসেন মজুমদার, হাসান তারেক, কাজী সাইফুল ইসলাম, জুবায়ের আহমদ মারুপ, আবু নাসের, মোঃ জাহেদুল ইসলাম, ডা. ইয়াছিন আরাফাত, . মুহাম্মদ ফজলুল করিম সহ সম্মানিত সাংবাদিক ও আমন্ত্রিত অতিথিবৃন্দ।

পূর্ববর্তী নিবন্ধআনোয়ারায় নারীকে ধর্ষণের অভিযোগ
পরবর্তী নিবন্ধইউনাইটেড নেশন সিমুলেশনে চট্টগ্রামের অভ্রের অনন্য অর্জন