চট্টগ্রামে আড়াই মাসে করোনার সর্বোচ্চ সংক্রমণ

নতুন শনাক্ত ৪৬ জন

| মঙ্গলবার , ১১ অক্টোবর, ২০২২ at ৫:৩৭ পূর্বাহ্ণ

চট্টগ্রামে বাড়ছে করোনার সংক্রমণ। বিগত আগস্ট, সেপ্টেম্বর ও চলতি অক্টোবর মাসের মধ্যে সর্বোচ্চ সংক্রমণ শনাক্ত হয়েছে গত একদিনে। এ সময়ে নতুন ৪৬ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। সংক্রমণ হার ২৭ দশমিক ২১ শতাংশ। সিভিল সার্জন কার্যালয়ের গতকালের রিপোর্টে এসব তথ্য জানা যায়। খবর বাসসের।
রিপোর্টে দেখা যায়, ফৌজদারহাট বিআইটিআইডি ও নগরীর দশ ল্যাবে ২৪ ঘণ্টায় ১৬৯ জনের নমুনা পরীক্ষা করে নতুন ৪৬ জন পজিটিভ পাওয়া যায়। এর মধ্যে শহরের বাসিন্দা ২৯ জন ও উপজেলার ১৭ জন। উপজেলায় আক্রান্তদের মধ্যে হাটাহাজারী ও মিরসরাইয়ে ৫ জন করে, কর্ণফুলীতে ২ জন এবং রাঙ্গুনিয়া, পটিয়া, আনোয়ারা, বাঁশখালী ও সাতকানিয়ায় একজন করে রয়েছেন। জেলায় করোনাভাইরাসে মোট শনাক্ত ব্যক্তির সংখ্যা এখন ১ লাখ ২৯ হাজার ১৯৫ জন। সংক্রমিতদের মধ্যে শহরের বাসিন্দা ৯৪ হাজার ১৯৯ জন ও গ্রামের ৩৪ হাজার ৯৯৬ জন। করোনায় মৃতের সংখ্যা ১ হাজার ৩৬৭ জন রয়েছে। এতে শহরের বাসিন্দা ৭৩৭ জন ও গ্রামের ৬৩০ জন।

পূর্ববর্তী নিবন্ধইসি বিব্রত হলেও বিচলিত নয় : রাশেদা
পরবর্তী নিবন্ধছুটির পর ব্যাপক দরপতন পুঁজিবাজারে