চট্টগ্রামে আরও ৭ জন আক্রান্ত

| শনিবার , ১২ মার্চ, ২০২২ at ৫:৪৩ পূর্বাহ্ণ

চট্টগ্রামে সর্বশেষ ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে নতুন ৭ জনের শরীরে সংক্রমণ শনাক্ত হয়েছে। সংক্রমণ হার ০ দশমিক ৯৮ শতাংশ। এ সময়ে জেলার কোথাও করোনায় আক্রান্ত কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি। চট্টগ্রামের করোনা সংক্রান্ত হালনাগাদ পরিস্থিতি নিয়ে সিভিল সার্জন কার্যালয় থেকে প্রেরিত প্রতিবেদনে এসব তথ্য জানা যায়। খবর বাসসের।
সিভিল সার্জন কার্যালয়ের রিপোর্টে দেখা যায়, নগরীর এগারো ল্যাবরেটরি এবং এন্টিজেন টেস্টে বৃহস্পতিবার ৭১৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। নতুন আক্রান্ত ৭ জনের মধ্যে শহরের বাসিন্দা ৫ জন ও দুই উপজেলার ২ জন। উপজেলার ২ জনের মধ্যে ফটিকছড়ি ও সন্দ্বীপের একজন করে রয়েছেন। জেলায় করোনাভাইরাসে মোট শনাক্ত ব্যক্তির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লক্ষ ২৬ হাজার ৫৮১ জনে। বৃহস্পতিবার করোনাভাইরাসে আক্রান্ত হয়ে শহর ও গ্রামে কেউ মারা যায়নি। ফলে মৃতের সংখ্যা ১ হাজার ৩৬২ জনই হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধদৈনিক শনাক্ত নামল তিনশর নিচে
পরবর্তী নিবন্ধনিজ ঘরে সিএনজি চালকের লাশ