চট্টগ্রামের ১২ উপজেলায় নতুন রোগী নেই

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ৫ অক্টোবর, ২০২১ at ৫:২১ পূর্বাহ্ণ

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৬৩৮ টি নমুনা পরীক্ষায় নতুন করে আরো ২৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এ সময়ে করোনায় একজনেরও মৃত্যু হয়নি। এদিন সংক্রমণের হার ছিল ১ দশমিক ৫২ শতাংশ। নতুন শনাক্তদের মধ্যে নগরীর বাসিন্দা ২১ জন এবং রাউজান ও হাটহাজারী উপজেলায় ২ জন করে ৪ জন রয়েছেন। জেলার বাকী ১২ উপজেলাতে এদিন একজন বাসিন্দাও করোনায় আক্রান্ত হননি।
সিভিল সার্জন অফিস জানায়, জেলায় করোনা ভাইরাসে এ পর্যন্ত শনাক্ত ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ১ হাজার ৮৫০ জনে। এর মধ্যে নগরীতে ৭৩ হাজার ৭৫০ জন ও উপজেলায় রয়েছে ২৮ হাজার ১শ’ জন। এ পর্যন্ত জেলায় মৃত্যু হয়েছে ১ হাজার ৩০৪ জনের। এতে নগরীর ৭২০ জন ও উপজেলার ৫৮৪ জন।
সিভিল সার্জন অফিস আরও জানায়, গত ২৪ ঘণ্টায় জেলায় ২৯ জন করোনা থেকে সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট আরোগ্যলাভকারীর সংখ্যা ৮৬ হাজার ৮৮৫ জনে উন্নীত হয়েছে। এর মধ্যে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ১০ হাজার ৫৯৩ জন এবং বাসায় থেকে চিকিৎসা নিয়েছেন ৭৬ হাজার ২৯২ জন। একই সময় হোম কোয়ারেন্টাইন ও আইসোলেশনে নতুন যুক্ত হয়েছেন ১০৩ জন এবং ছাড়পত্র নিয়েছেন ৫৩ জন। বর্তমানে কোয়ারেন্টাইনে রয়েছেন ১ হাজার ৮৬৯ জন।

পূর্ববর্তী নিবন্ধদেশে দিনে শনাক্তের হার আবার ৩ শতাংশের উপরে
পরবর্তী নিবন্ধনড়বড়ে শুভপুর ব্রিজ পুনঃনির্মাণ হবে?