চট্টগ্রামের প্রাপ্যতা অনুযায়ী বিদ্যুৎ সরবরাহের অনুরোধ সুজনের

বিউবো প্রধান প্রকৌশলীর সাথে মতবিনিময়

| বৃহস্পতিবার , ২৫ এপ্রিল, ২০২৪ at ৯:০৪ পূর্বাহ্ণ

চট্টগ্রামের প্রাপ্যতা অনুযায়ী বিদ্যুৎ সরবরাহ করতে লোড ম্যানেজমেন্ট কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক প্রশাসক খোরশেদ আলম সুজন। গতকাল বুধবার সকালে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, বিতরণ দক্ষিণাঞ্চল, চট্টগ্রামের প্রধান প্রকৌশলী হুমায়ুন কবির মজুমদারের সাথে তার দফতরে মতবিনিময় করতে গিয়ে এ অনুরোধ জানান সুজন।

এ সময় সুজন বলেন, চট্টগ্রাম হচ্ছে বাংলাদেশের অর্থনৈতিক হৃদপিণ্ড। এখানে চট্টগ্রাম বন্দর, কাস্টম, ইপিজেড, জ্বালানি তেল পরিশোধন, সার কারখানা, শিপব্রেকিং, স্টিল ও আয়রন শিল্প, জাহাজ নির্মাণ, পোশাক শিল্পসহ নানাবিধ ভারী, মাঝারি ও ছোট শিল্পকারখানা অবস্থিত। চট্টগ্রামের অর্থনৈতিক সমৃদ্ধির উপর বাংলাদেশের অর্থনীতি নির্ভর করে। কিন্তু দুঃখজনক হলেও সত্যি যে, চট্টগ্রামে চাহিদার তুলনায় অধিক পরিমাণে বিদ্যুৎ উৎপাদন হলেও প্রাপ্তির ক্ষেত্রে চট্টগ্রাম বঞ্চিত হচ্ছে। এর ফলে বিভিন্ন শিল্পকারখানার উৎপাদন ব্যাহত হচ্ছে। সামগ্রিকভাবে এর প্রভাব গিয়ে পড়বে জাতীয় অর্থনীতির উপর। তাই চট্টগ্রামের প্রাপ্যতা অনুযায়ী বিদ্যুৎ সরবরাহ করা এখন সময়ের দাবিতে পরিণত হয়েছে।

তিনি আরও বলেন, সম্প্রতি দেখা যাচ্ছে লোডশেডিংয়ের মাত্রা বৃদ্ধি পেয়েছে। এলাকা ভিত্তিক লোডশেডিং করার কথা থাকলেও নির্দেশনা না মেনে অতিরিক্ত লোডশেডিংয়ের খবরও পাওয়া যাচ্ছে। লোডশেডিংয়ের সময়সূচি আগেভাগে জানিয়ে দেওয়ার আহ্বান জানান সুজন।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, বিতরণ দক্ষিণাঞ্চল, চট্টগ্রামের প্রধান প্রকৌশলী হুমায়ুন কবির মজুমদার আন্তরিকতার সাথে নাগরিক উদ্যোগের নেতৃবৃন্দকে স্বাগত জানান। চট্টগ্রামের পর্যাপ্ত বিদ্যুৎ সরবরাহ বিষয়ে লোড ম্যানেজমেন্ট কর্তৃপক্ষের সাথে কথা বলবেন বলেও নেতৃবৃন্দকে আশ্বস্ত করেন তিনি। লোডশেডিংয়ের বিষয়েও নাগরিক উদ্যোগের মতামতের সাথে সহমত পোষন করেন তিনি। নাগরিক উদ্যোগ উত্থাপিত অন্যান্য বিষয়াদি দ্রুত সমাধানের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন প্রধান প্রকৌশলী। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধলেখালেখির আড়ালে শিশু পর্নোগ্রাফি
পরবর্তী নিবন্ধবৃষ্টি কামনায় চট্টগ্রামে ইস্তিসকার নামাজ আদায়