চকরিয়ায় বঙ্গবন্ধু কর্নার পরিদর্শনে ধর্ম প্রতিমন্ত্রী

চকরিয়া প্রতিনিধি | শনিবার , ৬ মার্চ, ২০২১ at ১০:২৭ পূর্বাহ্ণ

ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান চকরিয়ায় স্থাপিত ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ কর্নার’ পরিদর্শন করেছেন। এসময় তিনি বলেন, এর মাধ্যমে বাংলাদেশ নামক রাষ্ট্রটি সৃষ্টির পেছনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ধারাবাহিক সংগ্রামের বিষয়টি তথ্যচিত্রের মাধ্যমে অনিন্দ্য সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। একইসাথে এতে বর্তমান সরকারের সাফল্যগুলো তুলে ধরা হয়েছে। এটি আগামী দিনের প্রজন্মকে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গঠনে উৎসাহিত করবে।
গতকাল শুক্রবার সকাল ১১টায় ধর্ম প্রতিমন্ত্রীকে স্বাগত জানান স্থানীয় এমপি ও চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাফর আলম। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন এমপি পত্নী শাহেদা জাফর, আওয়ামী লীগের কেন্দ্রীয় ধর্মবিষয়ক সম্পাদক অ্যাড. সিরাজুল মোস্তফা, মনোরঞ্জন শীল গোপাল এমপি, মু. আবদুল আউয়াল হালদার, সুপ্ত ভূষণ বড়ুয়া, অ্যাড. দীপঙ্কর বড়ুয়া পিন্টু, গিয়াস উদ্দিন চৌধুরী, আলমগীর চৌধুরী, জাহেদুল ইসলাম লিটু, ছৈয়দ আলম কমিশনার, আবু হেনা মোস্তফা কামাল প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধমেয়রের সাথে চাক্‌তাই খাতুনগঞ্জ আড়তদার সমিতির মতবিনিময়
পরবর্তী নিবন্ধ১০০ বাঁধাকপি কিনলেন মাহি!