ঘোড়াশাল টিআইসিআইয়ে প্রিমিয়ার ভার্সিটির শিক্ষার্থীদের প্রশিক্ষণ

| সোমবার , ২২ আগস্ট, ২০২২ at ৮:৪২ পূর্বাহ্ণ

বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের নিয়ন্ত্রণাধীন নরসিংদী ঘোড়াশালে অবস্থিত ট্রেনিং ইনস্টিটিউট ফর কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ (টিআইসিআই) এ প্রিমিয়ার ইউনিভার্সিটি তড়িৎ প্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের ‘ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ফর ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এন্ড ইন্সট্রুমেন্টেশন’ শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচি গতকাল ২১ আগস্ট টিআইসিআই অডিটোরিয়ামে সমাপ্ত হয়েছে। প্রযুক্তিক্ষেত্রে সমৃদ্ধ করতে টিআইসিআই নিয়মিতভাবে বিসিআইসির নিজস্ব কর্মকর্তাদের পাশাপাশি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়মিতভাবে ট্রেনিং দিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় প্রিমিয়ার ভার্সিটির তড়িৎ প্রকৌশল বিভাগের ৪০ জন শিক্ষার্থী ২৯ জুলাই থেকে ২১ আগস্ট তিন সপ্তাহব্যাপী ট্রেনিং এ অংশগ্রহণ করে। সমাপনী দিনে প্রধান অতিথি ছিলেন টিআইসিআই এর নির্বাহী পরিচালক ড. মো. মহিউদ্দিন।
নির্বাহী প্রকৌশলী এহসানুল হক রাজুর সঞ্চালনায় ও ইলেক্ট্রিক্যাল বিভাগের চেয়ারম্যান মো. আরিফ হোসাইনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটির তড়িৎ প্রকৌশল বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ সাইফুদ্দিন মুন্না ও প্রভাষক সৌমেন দত্ত। প্রধান অতিথি বলেন, সরকারের সার্বিক সহযোগিতায় নির্মিত এই ট্রেনিং ইনস্টিটিউটে আমরা একটি দক্ষ জনশক্তি গড়ে তোলার জন্য বিগত ২০ বছর ধরে ট্রেনিং দিয়ে আসছি। তারই ধারাবাহিকতায় প্রিমিয়ার ইউনিভার্সিটির অত্যন্ত মেধাবী ৪০ জন শিক্ষার্থী এখান থেকে প্রশিক্ষণ সমাপ্ত করল। তারা প্রশিক্ষণের মাধ্যমে নিজেদেরকে কর্মক্ষেত্রে আরো সুদক্ষ হিসেবে গড়ে তুলবে বলে আমি বিশ্বাস করি। সবশেষে প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণকারীদের মাঝে সনদ বিতরণ করেন অতিথিবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধইম্পেরিয়াল সিটি লিও ক্লাবের দায়িত্ব হস্তান্তর
পরবর্তী নিবন্ধস্বপ্নযাত্রীর ‘পিতার জন্য পঙক্তি’